প্রতিনিধি, ইবি
কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট।
বুধবার বিকেলে ৭ দিনের মধ্যে মহাসড়ক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি ধরে রাখার পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, বাঁধন বিশ্বাস স্পর্শসহ সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, দীর্ঘসময় সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকরা কিছুটা ভোগান্তিতে পড়ে। অনেকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলেও সমর্থন জানান। তবে জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন চলাচলে কোনো বাধা দেয়া হয়নি।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সঙ্গে ফোনালাপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট জানান, ‘২২ অক্টোবরের পর থেকে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে বলে জানানো হয়েছে।’
তিনি জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এই রাস্তা ব্যবহার না করায় ভোগান্তি টের পান না। আমরা সতর্ক করছি,এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে আবারও আন্দোলন করা হবে।’
এসময় সকল ছাত্র সংগঠনকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই কাজে সাহস দেখাতে পারবেন না, অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না।’
এছাড়া, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানেই দীর্ঘদিন ধরে খানাখন্দ তৈরি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অতীতেও শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট।
বুধবার বিকেলে ৭ দিনের মধ্যে মহাসড়ক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি ধরে রাখার পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, বাঁধন বিশ্বাস স্পর্শসহ সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, দীর্ঘসময় সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকরা কিছুটা ভোগান্তিতে পড়ে। অনেকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলেও সমর্থন জানান। তবে জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন চলাচলে কোনো বাধা দেয়া হয়নি।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সঙ্গে ফোনালাপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট জানান, ‘২২ অক্টোবরের পর থেকে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে বলে জানানো হয়েছে।’
তিনি জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এই রাস্তা ব্যবহার না করায় ভোগান্তি টের পান না। আমরা সতর্ক করছি,এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে আবারও আন্দোলন করা হবে।’
এসময় সকল ছাত্র সংগঠনকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই কাজে সাহস দেখাতে পারবেন না, অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না।’
এছাড়া, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানেই দীর্ঘদিন ধরে খানাখন্দ তৈরি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অতীতেও শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে