রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থী জালাল পুলিশ হেফাজতে

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১: ৫০
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১: ৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে তাকে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিনের বাকবিতণ্ডার জের ধরে জালাল হঠাৎ রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর শিক্ষার্থীরা তার রুম ঘিরে ফেললে তিনি ভেতরে নিজেকে আটকে রাখেন। পরে প্রক্টরিয়াল টিম ও হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, জালাল আহমদকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

আহত রবিউল হক সাংবাদিকদের বলেন, রাতে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। আমি বলি সকালে লাইব্রেরিতে যেতে হবে, তাই যেন শব্দ না করে। তখন সে ক্ষিপ্ত হয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলে গালাগাল করে। প্রতিবাদ করলে সে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে কোনোরকমে আত্মরক্ষা করি।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে অভিযোগ করেছেন, জালাল প্রায়ই অদ্ভুত ও সহিংস আচরণ করেন। কখনো রুমমেটদের সঙ্গে মারামারি, কখনো আন্দোলনে বিতর্কিত অবস্থান— এসব কারণে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অথচ এমন শিক্ষার্থী দাঁড়িয়ে গেছেন ভিপি পদে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মাধ্যে।

এদিকে ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী জামাল রুহানি দাবি করেন, জালাল ইচ্ছাকৃতভাবে এমন নাটক সাজাচ্ছেন। নিজেকে ভিকটিম দেখিয়ে ডাকসু নির্বাচন বন্ধ করার কৌশল হতে পারে এটি। কয়েকদিন আগে তিনি আমাকে বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বর পর্যন্ত পেছাতে পারে। এটা হয়তো নির্বাচন বানচালের কৌশলের অংশ।

তিনি বলেন, এমন জনবিচ্ছিন্ন প্রার্থীদেরকে নজরে রাখতে হবে। তাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে কুচক্রী মহল।

অন্যদিকে, অভিযুক্ত জালাল তার ফেসবুক আইডিতে ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে দাবি করেছেন, আমি অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের হলে থাকা নিয়ে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ কারণেই আমার রুমমেট রবিউল আমাকে আক্রমণ করেছে। সে কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত