প্রতি মাসে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ চালু করেছে ডাকসু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে আয়োজন করা হবে বিনামূল্যের ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হবে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্প। এতে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেবেন। এছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীরা নির্দিষ্ট ডোজের ওষুধও বিনামূল্যে পাবেন। তবে এই সেবা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

ক্যাম্প কার্যক্রমে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট। নিয়মিত এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়-জুড়ে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলাই ডাকসুর লক্ষ্য বলে জানানো হয়েছে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকসুর উদ্যোগে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করা হচ্ছে। প্রতি মাসে নিয়মিতভাবে এই ক্যাম্প চলবে। শিক্ষার্থীরা যেন সহজে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করবে।

এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। তাই ডাকসুর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত