মোহাম্মদ সাফির সাফিউন
যে যন্ত্র দিয়ে বাতাসের চাপ মাপা হয় সে যন্ত্রকে ব্যারোমিটার (Barometer) বলে। ব্যারোমিটারের আবিষ্কারক বিজ্ঞানী টরেসেলি। তার এই আবিষ্কারের পেছনে একটি গল্প প্রচলিত আছে। বলা হয়, একবার এক ব্যক্তি তার বাড়িতে কুয়ো খুঁড়ছিলেন। সে সময় মাটির নিচ থেকে যে পানি উঠে আসছিল তা একটি পাম্প মেশিন দিয়ে তুলে ফেলা হচ্ছিল। কিন্তু একসময় দেখা গেল পাম্প মেশিন সচল থাকার পরও পানি উঠছে না।
সমস্যা কোথায় তা জানার জন্য সেই ব্যক্তি মহাবিজ্ঞানী গ্যালিলিওর কাছে যান। সে সময় গ্যালিলিও অন্ধ হয়ে গিয়েছিলেন। তার পক্ষে কাজ করা সম্ভব ছিল না । তাই তিনি তার শিষ্য টরেসেলিকে সমস্যা খুঁজে বের করার দায়িত্ব দেন। কুয়োর ভেতর একটি দড়ি ফেলে টরেসেলি দেখতে পান কুয়োটি ৩৪ ফুট কাটা হয়েছে। এবার একটা বালতিতে পানি রেখে পাম্প মেশিনের পাইপটিকে বালতির ভেতর রেখে দেন। তারপর মেশিন চালিয়ে দেখতে পান মেশিন পানি তুলতে পারছে। কিন্তু সমস্যা হলো, বালতিটাকে সামান্য নামিয়ে দিলেই পাম্প মেশিনটি আর পানি তুলতে পারছে না! এ কাণ্ড দেখে টরেসেলি বুঝতে পারলেন ৩৪ ফুটের বেশি নিচ থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না। এর পেছনে কী কারণ আছে? তবে কি এজন্য বাতাসের চাপ দায়ী? বাতাসই কী পানিকে ৩৪ ফুটের ওপরে উঠতে দিচ্ছে না? আসল কারণটা বের করতে হবে।
বাড়িতে ফিরে এসে টরেসেলি এক মিটার লম্বা ও এক মিটার খোলা কাচের নল নিয়ে তার ভেতর পানির চেয়ে সাড়ে ১৩ গুণ ভারি তরল পারদ ঢুকিয়ে নলটিকে একটি পাত্রে উপুড় করে রাখেন। অবাক কাণ্ড! তিনি দেখতে পান নলের ভেতরের পারদ ধীরে ধীরে নেমে ২৯ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার উচ্চতায় এসে স্থির হয়ে আছে, পারদ আর নামছে না।
এ পরীক্ষার মাধ্যমে টরেসেলি একটি কথা বুঝতে পারেন, বায়ুমণ্ডলের চাপ ৭৬ সেন্টিমিটার উচ্চতায় পারদকে ধরে রাখতে পারে। যেহেতু পারদ পানির চেয়ে ১৩.৬ গুণ ভারী, তাই বায়ুমণ্ডল প্রায় ২৯ᳵ১৩.৬=৩৯৪৪ ইঞ্চি বা ৩৪ ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে এবং ৩৪ ফুটের মধ্যে কার্যক্ষম থাকে।
টরেসেলি ছিলেন বুদ্ধিমান। তিনি ভাবেন, এমন একটি যন্ত্র বানিয়ে ওটাকে বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা করার কাজে লাগানো যেতে পারে। সে উদ্দেশ্যে তিনি উন্নত মানের কাঁটাওয়ালা একটি যন্ত্র তৈরি করে সেটির নাম দেন ব্যারোমিটার । বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটারকে এখনো নির্ভরতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে।
বাতাসের চাপ সব সময় স্থির থাকে না। কখনো চাপ বাড়ে আবার কখনো কমে। এর একমাত্র কারণ বাতাসে জলীয় বাষ্প কম-বেশি হওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের চাপ কমে যায় এবং ব্যারোমিটারের কাঁটার ওঠানামা থেকে তা বোঝা যায়। বাতাসের চাপ কমলে বুঝতে হবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের চাপ বাড়লে আবহাওয়া পরিষ্কার হবে।
যে যন্ত্র দিয়ে বাতাসের চাপ মাপা হয় সে যন্ত্রকে ব্যারোমিটার (Barometer) বলে। ব্যারোমিটারের আবিষ্কারক বিজ্ঞানী টরেসেলি। তার এই আবিষ্কারের পেছনে একটি গল্প প্রচলিত আছে। বলা হয়, একবার এক ব্যক্তি তার বাড়িতে কুয়ো খুঁড়ছিলেন। সে সময় মাটির নিচ থেকে যে পানি উঠে আসছিল তা একটি পাম্প মেশিন দিয়ে তুলে ফেলা হচ্ছিল। কিন্তু একসময় দেখা গেল পাম্প মেশিন সচল থাকার পরও পানি উঠছে না।
সমস্যা কোথায় তা জানার জন্য সেই ব্যক্তি মহাবিজ্ঞানী গ্যালিলিওর কাছে যান। সে সময় গ্যালিলিও অন্ধ হয়ে গিয়েছিলেন। তার পক্ষে কাজ করা সম্ভব ছিল না । তাই তিনি তার শিষ্য টরেসেলিকে সমস্যা খুঁজে বের করার দায়িত্ব দেন। কুয়োর ভেতর একটি দড়ি ফেলে টরেসেলি দেখতে পান কুয়োটি ৩৪ ফুট কাটা হয়েছে। এবার একটা বালতিতে পানি রেখে পাম্প মেশিনের পাইপটিকে বালতির ভেতর রেখে দেন। তারপর মেশিন চালিয়ে দেখতে পান মেশিন পানি তুলতে পারছে। কিন্তু সমস্যা হলো, বালতিটাকে সামান্য নামিয়ে দিলেই পাম্প মেশিনটি আর পানি তুলতে পারছে না! এ কাণ্ড দেখে টরেসেলি বুঝতে পারলেন ৩৪ ফুটের বেশি নিচ থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না। এর পেছনে কী কারণ আছে? তবে কি এজন্য বাতাসের চাপ দায়ী? বাতাসই কী পানিকে ৩৪ ফুটের ওপরে উঠতে দিচ্ছে না? আসল কারণটা বের করতে হবে।
বাড়িতে ফিরে এসে টরেসেলি এক মিটার লম্বা ও এক মিটার খোলা কাচের নল নিয়ে তার ভেতর পানির চেয়ে সাড়ে ১৩ গুণ ভারি তরল পারদ ঢুকিয়ে নলটিকে একটি পাত্রে উপুড় করে রাখেন। অবাক কাণ্ড! তিনি দেখতে পান নলের ভেতরের পারদ ধীরে ধীরে নেমে ২৯ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার উচ্চতায় এসে স্থির হয়ে আছে, পারদ আর নামছে না।
এ পরীক্ষার মাধ্যমে টরেসেলি একটি কথা বুঝতে পারেন, বায়ুমণ্ডলের চাপ ৭৬ সেন্টিমিটার উচ্চতায় পারদকে ধরে রাখতে পারে। যেহেতু পারদ পানির চেয়ে ১৩.৬ গুণ ভারী, তাই বায়ুমণ্ডল প্রায় ২৯ᳵ১৩.৬=৩৯৪৪ ইঞ্চি বা ৩৪ ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে এবং ৩৪ ফুটের মধ্যে কার্যক্ষম থাকে।
টরেসেলি ছিলেন বুদ্ধিমান। তিনি ভাবেন, এমন একটি যন্ত্র বানিয়ে ওটাকে বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা করার কাজে লাগানো যেতে পারে। সে উদ্দেশ্যে তিনি উন্নত মানের কাঁটাওয়ালা একটি যন্ত্র তৈরি করে সেটির নাম দেন ব্যারোমিটার । বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটারকে এখনো নির্ভরতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে।
বাতাসের চাপ সব সময় স্থির থাকে না। কখনো চাপ বাড়ে আবার কখনো কমে। এর একমাত্র কারণ বাতাসে জলীয় বাষ্প কম-বেশি হওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের চাপ কমে যায় এবং ব্যারোমিটারের কাঁটার ওঠানামা থেকে তা বোঝা যায়। বাতাসের চাপ কমলে বুঝতে হবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের চাপ বাড়লে আবহাওয়া পরিষ্কার হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে