স্টাফ রিপোর্টার
প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। মরণ এ ব্যাধির শিকার নারীদের অর্ধেকই মারা যাচ্ছে। এক সময় স্তন ক্যানসারের চিকিৎসা অপ্রতুল হলেও বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে। এমনকি দেশের কোনো কোনো প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসাও মিলছে। তবুও চিকিৎসা এখনো ঘাটতি দেখছেন ক্যানসার বিশেষেজ্ঞরা। উন্নত দেশগুলোর তুলনায় স্তন ক্যানসারের অস্ত্রোপচারে বাংলাদেশ কিছুটা পিছিয়ে বলে মত দিয়েছেন তারা। এজন্য উন্নত চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ক্যানসার বিশেষজ্ঞদের।
রোববার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত দু-দিনব্যাপী আন্তর্জাতিক স্তন ক্যানসার সম্মেলনের অংশ নিয়ে চিকিৎসকেরা এই আহ্বান জানান।
বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারি আয়োজিত দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত বৈজ্ঞানিক সম্মেলনের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪শ ক্যানসার চিকিৎসক অংশ নিয়েছেন। এ ছাড়াও যুক্তরাজ্য, সিঙ্গাপুর, তুরস্ক, ভারত ও চীনসহ আটটি দেশের স্তন ক্যানসার বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে দেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন।
সম্মেলনে ক্যানসার চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে নারীদের ক্যানসারের ক্ষেত্রে স্তন ক্যানসার সবচেয়ে বেশি হলেও সচেতনতার অভাবের পাশাপাশি চিকিৎসায় সুযোগ-সুবিধার ঘাটতি বড় চ্যালেঞ্জ। এ থেকে উত্তরণে জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তাই চিকিৎসা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
সম্মেলনের অংশ নেওয়া ঢাকার ডেল্টা হাসপাতালের কনসালট্যান্ট ও সার্জিক্যাল অনকোলোজি বিভাগের প্রধান ডা. তানজিরা আক্তার নিতু বলেন, ‘স্তন ক্যানসারের চিকিৎসা বাংলাদেশেও হচ্ছে, এবং তা আন্তর্জাতিক মানের। তবে আরও ভালো করার চেষ্টা করছি আমরা।’
তিনি বলেন, ‘ক্যানসারসহ ব্যয়বহুল যেকোনো রোগ হলেই আমাদের রোগীরা দেশের বাইরে চলে যান, এটিকে কমাতে হলে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের চিকিৎসকেরা যাতে এই সেবা দিতে পারেন, সেজন্যই এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন। এখানে সারাদেশের ৪০০ জন চিকিৎসক এসেছেন। এ ছাড়া তুরস্ক, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৮ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আগামীকাল মহাখালীর ক্যানসার হাসপাতালে সরাসরি সার্জারির প্রশিক্ষণ দেবেন বিদেশি চিকিৎসকেরা।’
জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিনহাজ ভুঁইয়া বলেন, ‘স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো, সেই সঙ্গে চিকিৎসকদের আরও দক্ষ করে তোলাই এই সম্মেলনের উদ্দেশ্য। স্তন ক্যানসার এখন দেশে নারীদের প্রধান ক্যানসারে রূপ নিয়েছে। বাংলাদেশে বর্তমানে স্তন ক্যানসারের উন্নতমানের ডায়াগনোসিস থেকে শুরু করে চিকিৎসা সবধরনের ব্যবস্থাই আছে৷ তারপরও অনেককিছু জানার বাকি। এখানে বিভিন্ন দেশের ক্যানসার বিশেষজ্ঞরা এসেছেন। তাদের দেশে তারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন, আমরা কিভাবে দিচ্ছি- সেই পদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। আমরাও যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক চিকিৎসা দিচ্ছি সেটিও তুলে ধরা হচ্ছে।’
তিনি বলেন, ‘এক সময় স্তনে ক্যানসার হলে পুরো স্তনটাই ফেলে দিতে হতো। বর্তমানে ৮০ ভাগের বেশি চিকিৎসাই কেমো ও রেডিও থেরাপিতে হচ্ছে। ফলে কাটতে হচ্ছেনা। তবে আমাদের সচেতনতার অভাব রয়েছে। সেই সঙ্গে চিকিৎসার সুযোগ-সুবিধারও অনেক ঘাটতি আছে। যেহেতু ব্যয়বহুল রোগ, তাই প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা দিতে পারলে সবচেয়ে ভালো।’
তুরস্ক থেকে আসা ক্যানসার বিশেষজ্ঞ হাসান কারানলিক আমার দেশকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সঙ্গে তুরস্কের সামাজিক ও সংস্কৃতিক মিল রয়েছে। ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ আগের চেয়ে ভাল। তবে এখানে সচেতনতার ঘাটতি কিছুটা বেশি। বিশেষ করে স্থানীয় পর্যায়ে। সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। স্তন ক্যানারের চিকিৎসায় আরও আধুনিক করতে আমরা সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবো। মরণ এই ব্যাধি মোকবিলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা।’
বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারির চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘দেশে সব ধরনের ক্যানসারের রোগীই রয়েছে। কিন্তু নারীদের স্তন ক্যানসার ক্রমাগত বেড়েই চলেছে। ক্যানসার নিয়ে এর আগে বহু প্রোগ্রাম হলেও কেবল স্তন ক্যানসার নিয়ে এতো ব্যাপক আকারে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রোগ্রাম হয়নি। অথচ স্তন ক্যানসার এখন গোটা পৃথিবীতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সে অনুযায়ী বহুদেশে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়েছে। তারই সূত্র ধরে বাংলাদেশে নতুন প্রজন্মের দক্ষ সার্জন দরকার। যেটার অভাব আমরা পদে পদে বোধ করি।’
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা দক্ষ লোকের অভাব। স্তন ক্যানসার চিকিৎসার মান বাড়াতে হলে শিক্ষা ও টেকনোলজিতে গুরুত্ব দিতে হবে। কাজে লাগাতে হবে অভিজ্ঞতা। এজন্য আমরা শিক্ষায় জোর দিচ্ছি। ইউরোপে কিভাবে শিক্ষাটা হয়, বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্য কতটা- এসব বিষয় নিয়ে মত বিনিময় হচ্ছে।’
প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। মরণ এ ব্যাধির শিকার নারীদের অর্ধেকই মারা যাচ্ছে। এক সময় স্তন ক্যানসারের চিকিৎসা অপ্রতুল হলেও বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে। এমনকি দেশের কোনো কোনো প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসাও মিলছে। তবুও চিকিৎসা এখনো ঘাটতি দেখছেন ক্যানসার বিশেষেজ্ঞরা। উন্নত দেশগুলোর তুলনায় স্তন ক্যানসারের অস্ত্রোপচারে বাংলাদেশ কিছুটা পিছিয়ে বলে মত দিয়েছেন তারা। এজন্য উন্নত চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ক্যানসার বিশেষজ্ঞদের।
রোববার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত দু-দিনব্যাপী আন্তর্জাতিক স্তন ক্যানসার সম্মেলনের অংশ নিয়ে চিকিৎসকেরা এই আহ্বান জানান।
বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারি আয়োজিত দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত বৈজ্ঞানিক সম্মেলনের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪শ ক্যানসার চিকিৎসক অংশ নিয়েছেন। এ ছাড়াও যুক্তরাজ্য, সিঙ্গাপুর, তুরস্ক, ভারত ও চীনসহ আটটি দেশের স্তন ক্যানসার বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে দেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন।
সম্মেলনে ক্যানসার চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে নারীদের ক্যানসারের ক্ষেত্রে স্তন ক্যানসার সবচেয়ে বেশি হলেও সচেতনতার অভাবের পাশাপাশি চিকিৎসায় সুযোগ-সুবিধার ঘাটতি বড় চ্যালেঞ্জ। এ থেকে উত্তরণে জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তাই চিকিৎসা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
সম্মেলনের অংশ নেওয়া ঢাকার ডেল্টা হাসপাতালের কনসালট্যান্ট ও সার্জিক্যাল অনকোলোজি বিভাগের প্রধান ডা. তানজিরা আক্তার নিতু বলেন, ‘স্তন ক্যানসারের চিকিৎসা বাংলাদেশেও হচ্ছে, এবং তা আন্তর্জাতিক মানের। তবে আরও ভালো করার চেষ্টা করছি আমরা।’
তিনি বলেন, ‘ক্যানসারসহ ব্যয়বহুল যেকোনো রোগ হলেই আমাদের রোগীরা দেশের বাইরে চলে যান, এটিকে কমাতে হলে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের চিকিৎসকেরা যাতে এই সেবা দিতে পারেন, সেজন্যই এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন। এখানে সারাদেশের ৪০০ জন চিকিৎসক এসেছেন। এ ছাড়া তুরস্ক, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৮ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আগামীকাল মহাখালীর ক্যানসার হাসপাতালে সরাসরি সার্জারির প্রশিক্ষণ দেবেন বিদেশি চিকিৎসকেরা।’
জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিনহাজ ভুঁইয়া বলেন, ‘স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো, সেই সঙ্গে চিকিৎসকদের আরও দক্ষ করে তোলাই এই সম্মেলনের উদ্দেশ্য। স্তন ক্যানসার এখন দেশে নারীদের প্রধান ক্যানসারে রূপ নিয়েছে। বাংলাদেশে বর্তমানে স্তন ক্যানসারের উন্নতমানের ডায়াগনোসিস থেকে শুরু করে চিকিৎসা সবধরনের ব্যবস্থাই আছে৷ তারপরও অনেককিছু জানার বাকি। এখানে বিভিন্ন দেশের ক্যানসার বিশেষজ্ঞরা এসেছেন। তাদের দেশে তারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন, আমরা কিভাবে দিচ্ছি- সেই পদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। আমরাও যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক চিকিৎসা দিচ্ছি সেটিও তুলে ধরা হচ্ছে।’
তিনি বলেন, ‘এক সময় স্তনে ক্যানসার হলে পুরো স্তনটাই ফেলে দিতে হতো। বর্তমানে ৮০ ভাগের বেশি চিকিৎসাই কেমো ও রেডিও থেরাপিতে হচ্ছে। ফলে কাটতে হচ্ছেনা। তবে আমাদের সচেতনতার অভাব রয়েছে। সেই সঙ্গে চিকিৎসার সুযোগ-সুবিধারও অনেক ঘাটতি আছে। যেহেতু ব্যয়বহুল রোগ, তাই প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা দিতে পারলে সবচেয়ে ভালো।’
তুরস্ক থেকে আসা ক্যানসার বিশেষজ্ঞ হাসান কারানলিক আমার দেশকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সঙ্গে তুরস্কের সামাজিক ও সংস্কৃতিক মিল রয়েছে। ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ আগের চেয়ে ভাল। তবে এখানে সচেতনতার ঘাটতি কিছুটা বেশি। বিশেষ করে স্থানীয় পর্যায়ে। সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। স্তন ক্যানারের চিকিৎসায় আরও আধুনিক করতে আমরা সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবো। মরণ এই ব্যাধি মোকবিলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা।’
বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারির চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘দেশে সব ধরনের ক্যানসারের রোগীই রয়েছে। কিন্তু নারীদের স্তন ক্যানসার ক্রমাগত বেড়েই চলেছে। ক্যানসার নিয়ে এর আগে বহু প্রোগ্রাম হলেও কেবল স্তন ক্যানসার নিয়ে এতো ব্যাপক আকারে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রোগ্রাম হয়নি। অথচ স্তন ক্যানসার এখন গোটা পৃথিবীতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সে অনুযায়ী বহুদেশে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়েছে। তারই সূত্র ধরে বাংলাদেশে নতুন প্রজন্মের দক্ষ সার্জন দরকার। যেটার অভাব আমরা পদে পদে বোধ করি।’
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা দক্ষ লোকের অভাব। স্তন ক্যানসার চিকিৎসার মান বাড়াতে হলে শিক্ষা ও টেকনোলজিতে গুরুত্ব দিতে হবে। কাজে লাগাতে হবে অভিজ্ঞতা। এজন্য আমরা শিক্ষায় জোর দিচ্ছি। ইউরোপে কিভাবে শিক্ষাটা হয়, বাংলাদেশের সঙ্গে তাদের পার্থক্য কতটা- এসব বিষয় নিয়ে মত বিনিময় হচ্ছে।’
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
১৮ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
২ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগে