টাইফয়েড টিকা ক্যাম্পেইন

ঢাকা জেলায় ১০ লাখ শিশু, নিতে পারবে নিবন্ধন না থাকলেও

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৪: ৫১

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। এতে ঢাকা জেলায় ১০ লাখ ৩৩ হাজার ৯৪২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে নিবন্ধিতরা ছাড়াও নিবন্ধনের বাইরে থাকা শিশুরাও টিকা নিতে পারবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন সভাকক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তিনি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘জ্বর প্রতিরোধ, সংক্রমণ হ্রাস, জ্বরের কারণে সৃষ্ট জটিলতা ও মৃত্যু হ্রাসের লক্ষ্যে টাইফয়েড টিকা শুরু হচ্ছে। চার সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে ঢাকা জেলায় ইতোমধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৭৭ জন শিশু টিকা পেতা নিবন্ধন করেছে। কর্মসূচি শুরুর দিন পর্যন্ত নিবন্ধন করা যাবে। ফলে আমরা প্রত্যাশা করছি এই হার আরো বাড়বে। কর্মসূচি চলবে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে। ইতোমধ্যে প্রস্তুতি চলছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রত্যেক শিশু এক ডোজের এই টিকা নিতে পারবে। এ টিকা সম্পূর্ণ নিরাপদ ও হালাল।’

তিনি বলেন, ‘টিকা নিতে গিয়ে কোনো শিশু অসুস্থ হলে কিংবা তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকবে কেন্দ্রগুলোতে। ক্যাম্পেইনের দিনে জ্বর, এলার্জি, বমি থাকলে ওই শিশুকে সেদিন টিকা দেওয়া যাবে না। পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। যারা নিবন্ধন করেনি তারা কেন্দ্রে গিয়ে নামসহ বিস্তারিত তথ্য দিয়ে টিকা নিতে পারবে। আমরা চাই একটি শিশুও বাদ না যাক।’

তিনি আরো বলেন, ‘অসুস্থতা ও নানা জটিলতায় কেউ বাদ পড়লে পরবর্তীতে স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবে। পাশাপাশি ভাসমান ও পথ শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত