চলতি বছর ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ২০: ০২
আপডেট : ২৮ জুন ২০২৫, ২০: ২৪

থামছে না ডেঙ্গুর প্রকোপ। ভাইরাসটি নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

চলতি বছরে ৪১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। গত ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন প্রান্তে আড়াই শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪১ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

ডেঙ্গুতে প্রায় দিনই ঘটছে প্রাণহানি। শনিবারও একজনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। মারা যাওয়া ব্যক্তি ৫ বছর বয়সী শিশু বরিশালের বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে ৪১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত