শিশুদের ডেঙ্গুমুক্ত রাখতে...

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৫

অভিভাবকরা তাদের সন্তানদের ডেঙ্গু জ্বর থেকে মুক্ত রাখতে এই কাজগুলো করতে পারেন।

বিজ্ঞাপন

* অভিভাবকদের উন্মুক্ত ত্বকে DEET (N,N-diethyl-meta-toluamide) ধারণকারী পোকামাকড় প্রতিরোধক ব্যবহার করা উচিত।

* জানালার পর্দার মধ্যে কীটনাশক উপকরণ ব্যবহার করুন।

* শিশুদের ঢিলেঢালা, লম্বাহাতা শার্ট ও প্যান্ট পরানোর অভ্যাস গড়ে তুলুন।

* বাড়ির চারপাশে দাঁড়িয়ে থাকা জলাশয়গুলো সরিয়ে এবং জানালা ও দরজায় পর্দা ব্যবহার করে মশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* বালতি ও পাত্রে সংরক্ষিত পানি যথাযথভাবে ঢেকে রাখুন।

* স্থানীয় এলাকায় ভ্রমণ করার সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে হবে।

* পূর্ববর্তী ডেঙ্গু সংক্রমণের ৯ থেকে ১৬ বছর বয়সি শিশুরা টিকা দেওয়ার জন্য যোগ্য হতে পারে।

ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদের জন্য ভালো খাবার কী?

ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সহজপাচ্য ও পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন সি-সমৃদ্ধ ফল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন ও গোটা শস্য ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। পেঁপে, কিউই, সাইট্রাস ফল, পালং শাক ও চর্বিহীন মাংস এক্ষেত্রে ভালো পছন্দ। পানি, নারিকেলের পানি ও পরিষ্কার স্যুপের মতো তরলগুলো হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে।

ডেঙ্গু হলে কী খাওয়াবেন না?

মশলাযুক্ত, চর্বিযুক্ত ও ভাজা খাবার এড়িয়ে চলুন, যা হজম করা কঠিন। ক্যাফেইন, অ্যালকোহল ও চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন, যা পানিশূন্যতার কারণ হতে পারে। প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড ও কাঁচা শাকসবজি এড়িয়ে চলুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত