ক্যান্সারাক্রান্তদের সেবা দিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ৩১

দেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্যান্সার সচেতনতা বাড়াতে এবং ক্যান্সারাক্রান্তদের সেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর সরকারি বাঙলা কলেজে এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। সংশ্লিষ্ট বিষয়ে ছয়জন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ কর্মশালায় অংশগ্রহণকারীদের ক্যান্সার নিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় ক্যান্সার সম্পর্কে ধারণা দেন বাংলাদেশের জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল। ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা চলাকালীন টেস্ট (টিউমার মার্কার, বায়োপসি, কোর বায়োপসি, এস-১২৫ ও অন্যান্য টেস্ট) নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. নাসরিন চৌধুরী ও চট্টগ্রামের ইন্সিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্সের প্যাথলজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. লাবিবা ইয়াসমিন।

এছাড়া ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি, ক্যান্সার রোগীদের মানসিক স্বাস্থ্য সহযোগিতা (মানসিক সহায়তা ও কাউন্সেলিং স্কিল, রোগী ও স্বজনের অধিকার, সহানুভূতি বনাম দয়া, তথ্য ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা) ক্যান্সার রোগীদের পুষ্টি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিয়ে আলোচনা করেন করেন যথাক্রমে ডা প্রিয়াঙ্কা সাঁজোয়াল, সিসিসিএফ এর প্রেসিডেন্ট রোকশানা আফরোজ এবং ডা. রীনা রানী পাল।

সিসিসিএফ-এর সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলার সঞ্চলানায় কর্মশালায় আরও বক্তব্য দেন ড. জেসমিন পারভীন সীমা, সহকারী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলা কলেজ, মিরপুর। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তারা সবাই সিসিসিএফ-এর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অঙ্গীকার করেন।

সিসিসিএফ এর সংগঠক মো. তরিকুল ইসলাম লিটন বলেন, প্রশিক্ষন গ্রহণকারীরা আজ তত্ত্বীয় জ্ঞান লাভ করলেন। এরপর তারা বিভিন্ন ক্যান্সার হাসপাতালে ৫ দিনের ইন্টার্ণশীপ করবেন। আমরা চাই, ভলান্টিয়াররা যেন হাপাতালে এবং বাসায় ক্যান্সারাক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারেন। বছরে ৩০ দিন কাজ করলে ভলান্টিয়াররা সিসিসিএফ এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবেন।

তিনি আরো জানান যে, সিসিসিএফ দক্ষ ভলান্টিয়ারদের টীম তৈরির অংশ হিসেবে এই প্রশিক্ষণ দিচ্ছে। ভবিষ্যতে যাতে করে রোগীর বা তার পরিবারের চাহিদা অনুযায়ী এইসব ভলান্টিয়াররা প্রয়োজনীয় সেবা দিতে পারেন। বছর জুড়ে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সিসিসিএফ ক্যান্সারাক্রান্ত, ক্যান্সার সার্ভাইভার, আক্রান্তের পরিবারের সদস্য, কেয়ারগিভার, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ক্যান্সার প্রতিরোধে কাজ করতে আগ্রহীদের একটি স্বেচ্ছাসেবামূলক অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনটি ক্যান্সার সচেতনতা বৃদ্ধি, ক্যান্সারাক্রান্তদের মানসিক কাউন্সিলিং ও তথ্য সেবা প্রদান করে থাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত