ইনসাফ বারাকা হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১: ০৮

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডেভলপমেন্ট অ্যান্ড ইউনিটি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর কড়াইলের পল্লীবন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে ৪শ পরিবারের ডায়াবেটিস সম্পর্কিত আরবিএস পরীক্ষা এবং ব্লাড প্রেশার চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়। এছাড়ও ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট কার্ড দেওয়া হয়।

আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ও ডেভলপমেন্ট অ্যান্ড ইউনিটি অ্যালায়েন্সের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মনির হোসেন এবং বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. নজরুল ইসলাম শাওন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, ডা. মো. সিরাজ উদ্দিন, ডা. জেরিন যুথি, ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়া, নার্স অনামিকা রায়, তমা, সাদ আব্দুল্লাহ,বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন এবং ডেভলপমেন্ট অ্যান্ড ইউনিটি অ্যালায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত