আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক চালু করবে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক চালু করবে নকিয়া
ছবি: সংগৃহীত

চাঁদে প্রথমবারে মতো ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে নকিয়া। ২০২০ সালে চাঁদের জন্য উপযোগী সেলুলার নেটওয়ার্ক তৈরি করার জন্য নকিয়ার গবেষণা সংস্থা বেল ল্যাবসের সঙ্গে যোগাযোগ করে নাসা। এই নেটওয়ার্ক চাঁদে অবতরণকারী মহাকাশযানগুলোর মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন

কোম্পানিটির প্রেসিডেন্ট থিয়েরি ক্লেইন বলেন, পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও যোগাযোগ থেকে একটি পূর্ণাঙ্গ সেলুলার নেটওয়ার্ক আর্কিটেকচারে রূপান্তর হলে ডেটা স্থানান্তরের গতি বাড়বে, যোগাযোগের পরিসর বাড়বে এবং একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত হতে পারবে। তবে মহাকাশ ভ্রমণ এবং চন্দ্রপৃষ্ঠের কঠিন পরিবেশে পৃথিবীভিত্তিক সেলুলার প্রযুক্তি সরাসরি ব্যবহার করা বেশ কঠিন।

নকিয়া এই নেটওয়ার্কের জন্য একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা মহাকাশের তাপমাত্রা, রেডিয়েশন ও কম্পনের মতো কঠোর পরিবেশে টিকে থাকতে সক্ষম। শুধু অ্যান্টেনা এবং শক্তির উৎস বাদে সারা নেটওয়ার্কের উপাদানগুলো একত্রিত করা হয়েছে ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ নামক একটি যন্ত্রে। যন্ত্রটি সোলার প্যানেলের মাধ্যমে শক্তি পাবে। তথ্যসূত্র: এমআইটি টেকনলজি রিভিউ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন