
আমার দেশ অনলাইন

বিআইটিপিএফসি এবং রেইনবো সফটওয়্যার লি. এর যৌথ উদ্যোগে ট্যালি সফটওয়্যার ও নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন। বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব বর্তমানে তাদের সদস্য সংখ্যা ১৬,০০০ এর ও বেশি এবং এটি একটি ননপ্রফিট পেশাজীবী সংগঠন।
বনানীর একটি অভিজাত হোটেলে রেইনবো সফটওয়্যার লিমিটেড-এর যৌথ উদ্যোগে “Tally Prime এবং Third-Party Software Integration” এবং আইটি নলেজ শেয়ারিং প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, ডাইরেক্টর , হেড অফ আইটি ,ফাইন্যান্স পেশাজীবী, উদ্যোক্তা ও আইটি লিডারগন । দেশের আইটি লিডারদের প্যানেল ডিসকাসন সেশন আরও প্রানবন্ত করে তুলে অনুষ্ঠানটিকে। আলোচনায় তথ্য-প্রযুক্তির নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যেখানে গুরুত্ব পায় এআই বা আইওটি।
এআই আমাদের বিজনেস ও চাকুরী ক্ষেত্রে কি প্রভাব ফেলছে, সাইবার সিকিউরিটি আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে চোখ রাঙাচ্ছে, বাংলাদেশি লোকাল সফটওয়্যার গুলো কিভাবে গ্লোবাল ইআরপিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তা নিয়ে গঠন মূলক আলোচনা হয়েছে।
বিআইটিপিএফসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ মুহাম্মদ মোবিন, তিনি বলেন, বর্তমান লোকাল এবং গ্লোবাল মার্কেটে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির কোন বিকল্প নেই। এআই, আইওটি, বিগ-ডাটা, মেশিন লার্নিং এর মত প্রযুক্তিকে কাজের সাথে যুক্ত করে বাংলাদেশ কে এগিয়ে নিতে হবে।
রেইনবো সফটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন শাহ বলেন, রেইনবো সফটওয়্যার বাংলাদেশের অন্যতম Tally Gold Partner । রেইনবো সফটওয়্যার দীর্ঘদিন ধরে লোকাল মার্কেটে ব্যবসায়িক অটোমেশন ও সফটওয়্যার ট্রেনিং সেবা দিয়ে আসছে। Tally Prime শুধু একটি অ্যাকাউন্টিং টুলস নয়, বরং এটি ব্যবসা ব্যবস্থাপনার এক পূর্ণাঙ্গ সমাধান। এর ইন্টিগ্রেশন ফিচার ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসাকে আরও শক্তিশালী করবে।
রেইনবো সফটওয়্যার লিমিটেড-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ট্যালি সলিউশন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার প্রজিত কুমার দাস , বিজনেস ম্যানেজার আব্দুল কুদ্দুস রতন । প্রোগ্রামে বক্তারা Tally Prime এর বৈশিষ্ট্য, ডেটা ইন্টিগ্রেশন, ক্লাউড কানেক্টিভিটি, রিয়েল-টাইম রিপোর্টিং, এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন-উত্তর-সমস্যার সমাধান দেন।
বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ- সাধারণ সম্পাদক: সাইদুর রহমান ভূঁইয়া, ফাইন্যান্স সেক্রেটারি: কাজী মোহাম্মদ মুরাদে আলম, প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট সেক্রেটারি: মো. আরিফিন এবং মহিউদ্দিন আলম, মিডিয়া সেক্রেটারি: ফয়েজ বিন আকরাম, মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেক্রেটারি: ইসমাইল হোসেন সুজন ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, পার্টনারশিপ সেক্রেটারি: মো. সোহেল সিকদার, ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি: এম দেলোয়ার হোসাইন সৈকত, অর্গানাইজিং সেক্রেটারি: মো. সাজ্জাদুর রহমান (সাজ্জাদ), জনসংযোগ সেক্রেটারি: জি এম হাসান খান সোহাগ, ইভেন্ট সেক্রেটারি: ইকবাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন BITPFC উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আহসান আলী রাজমুল, সামিউল হক সুমন, জাহাঙ্গীর আলম শোভন, মো. মুজাহিদ আল বেরুনী সুজন।
বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব দেশের অন্যতম বৃহৎ আইটি পেশাজীবীদের সংগঠন, যা আইটি কমিউনিটির উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত সেমিনার, নলেজ শেয়ারিং প্রোগ্রাম, ওয়ার্কশপ ও কমিউনিটি কার্যক্রম আয়োজন করে দক্ষ জনবল তৈরির পাশাপাশি কর্মক্ষেত্র সৃষ্টির ব্যাপারে সহযোগিতা করছে ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মাধ্যমে, যেখানে উপস্থিত অতিথিরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও নলেজ শেয়ারিং প্রোগ্রাম আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।

বিআইটিপিএফসি এবং রেইনবো সফটওয়্যার লি. এর যৌথ উদ্যোগে ট্যালি সফটওয়্যার ও নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন। বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব বর্তমানে তাদের সদস্য সংখ্যা ১৬,০০০ এর ও বেশি এবং এটি একটি ননপ্রফিট পেশাজীবী সংগঠন।
বনানীর একটি অভিজাত হোটেলে রেইনবো সফটওয়্যার লিমিটেড-এর যৌথ উদ্যোগে “Tally Prime এবং Third-Party Software Integration” এবং আইটি নলেজ শেয়ারিং প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, ডাইরেক্টর , হেড অফ আইটি ,ফাইন্যান্স পেশাজীবী, উদ্যোক্তা ও আইটি লিডারগন । দেশের আইটি লিডারদের প্যানেল ডিসকাসন সেশন আরও প্রানবন্ত করে তুলে অনুষ্ঠানটিকে। আলোচনায় তথ্য-প্রযুক্তির নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যেখানে গুরুত্ব পায় এআই বা আইওটি।
এআই আমাদের বিজনেস ও চাকুরী ক্ষেত্রে কি প্রভাব ফেলছে, সাইবার সিকিউরিটি আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে চোখ রাঙাচ্ছে, বাংলাদেশি লোকাল সফটওয়্যার গুলো কিভাবে গ্লোবাল ইআরপিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তা নিয়ে গঠন মূলক আলোচনা হয়েছে।
বিআইটিপিএফসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ মুহাম্মদ মোবিন, তিনি বলেন, বর্তমান লোকাল এবং গ্লোবাল মার্কেটে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির কোন বিকল্প নেই। এআই, আইওটি, বিগ-ডাটা, মেশিন লার্নিং এর মত প্রযুক্তিকে কাজের সাথে যুক্ত করে বাংলাদেশ কে এগিয়ে নিতে হবে।
রেইনবো সফটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন শাহ বলেন, রেইনবো সফটওয়্যার বাংলাদেশের অন্যতম Tally Gold Partner । রেইনবো সফটওয়্যার দীর্ঘদিন ধরে লোকাল মার্কেটে ব্যবসায়িক অটোমেশন ও সফটওয়্যার ট্রেনিং সেবা দিয়ে আসছে। Tally Prime শুধু একটি অ্যাকাউন্টিং টুলস নয়, বরং এটি ব্যবসা ব্যবস্থাপনার এক পূর্ণাঙ্গ সমাধান। এর ইন্টিগ্রেশন ফিচার ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসাকে আরও শক্তিশালী করবে।
রেইনবো সফটওয়্যার লিমিটেড-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ট্যালি সলিউশন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার প্রজিত কুমার দাস , বিজনেস ম্যানেজার আব্দুল কুদ্দুস রতন । প্রোগ্রামে বক্তারা Tally Prime এর বৈশিষ্ট্য, ডেটা ইন্টিগ্রেশন, ক্লাউড কানেক্টিভিটি, রিয়েল-টাইম রিপোর্টিং, এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন-উত্তর-সমস্যার সমাধান দেন।
বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ- সাধারণ সম্পাদক: সাইদুর রহমান ভূঁইয়া, ফাইন্যান্স সেক্রেটারি: কাজী মোহাম্মদ মুরাদে আলম, প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট সেক্রেটারি: মো. আরিফিন এবং মহিউদ্দিন আলম, মিডিয়া সেক্রেটারি: ফয়েজ বিন আকরাম, মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেক্রেটারি: ইসমাইল হোসেন সুজন ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, পার্টনারশিপ সেক্রেটারি: মো. সোহেল সিকদার, ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি: এম দেলোয়ার হোসাইন সৈকত, অর্গানাইজিং সেক্রেটারি: মো. সাজ্জাদুর রহমান (সাজ্জাদ), জনসংযোগ সেক্রেটারি: জি এম হাসান খান সোহাগ, ইভেন্ট সেক্রেটারি: ইকবাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন BITPFC উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আহসান আলী রাজমুল, সামিউল হক সুমন, জাহাঙ্গীর আলম শোভন, মো. মুজাহিদ আল বেরুনী সুজন।
বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব দেশের অন্যতম বৃহৎ আইটি পেশাজীবীদের সংগঠন, যা আইটি কমিউনিটির উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত সেমিনার, নলেজ শেয়ারিং প্রোগ্রাম, ওয়ার্কশপ ও কমিউনিটি কার্যক্রম আয়োজন করে দক্ষ জনবল তৈরির পাশাপাশি কর্মক্ষেত্র সৃষ্টির ব্যাপারে সহযোগিতা করছে ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মাধ্যমে, যেখানে উপস্থিত অতিথিরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও নলেজ শেয়ারিং প্রোগ্রাম আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।

আঞ্চলিক উচ্চশিক্ষা সম্প্রসারণে বিজ্ঞান–প্রযুক্তি ও মানবিক বিভাগের সমন্বয়ে প্রায় একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল দুটি প্রযুক্তিসহ ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—জগন্নাথ, বেগম রোকেয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কুমিল্লা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩২ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় আছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নেতৃত্ব বিকাশের এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম পুনরায় চালুর দাবিতে এবার সরব হয়েছেন ছাত্রছাত্রীরা।
১ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, ইমুকে ঘিরে এখন হলে তৈরি হয়েছে এক ধরনের ‘ডিবেটিং সিন্ডিকেট’—যারা নামেমাত্র বিতর্ক ক্লাব চালালেও মূলত সেই সংগঠনকেই ব্যবহার করছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। এই চক্রের মাধ্যমে ইমু নিজের প্রভাব ধরে রেখেছেন, আর সিন্ডিকেটের অন্য সদস্যরা তাঁর হয়ে কাজ করছেন। তাঁদের মধ্যে হল ডিবেটিং ক্লাবের
১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চগড়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে