এমরানা আহমেদ
মেলার ১২তম দিনে জনসমাগম আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। পাঠক, দর্শনার্থীদের উপস্থিতিতে বলা যায়, মেলা এখন উৎসবমুখর। সোহরাওয়ার্দী উদ্যান অংশের মেলা চত্বরে প্রতিদিনই প্রকৃত বইপ্রেমীদের আগমন বাড়ছে।
শীতের বিকালে উদ্যানের লেকপাড় মেলায় আসা দর্শনার্থীদের জন্য একটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিনই বন্ধুবান্ধব এবং পরিবার-পরিজন নিয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন মেলায় আগতরা। মুঠোফোনে সেল্ফি তোলেন।
মূলত বিকাল ৪টায় মেলায় ভিড় বাড়তে থাকে। সাড়ে ৮টা পর্যন্ত সেই চাপ অব্যাহত থাকে। প্রকাশকরা জানান, মেলায় বিক্রি এখন পর্যন্ত আশানুরূপ হয়নি। তবে তারা আশাবাদী। সব বই এখনো মেলায় আসেনি। সেগুলো এলে বইয়ের বিক্রি বাড়বে।
গতকাল ১২তম দিনে একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়ে ৮৯টি। আগের দিনে বই জমা পড়েছিলো ৯১টি। গত ১২ দিনে মোট ৯১৭টি বই জমা পড়েছে। গতকাল বইমেলার মূলমঞ্চে বিকাল ৪টায় অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-এর কবিতা’ শীর্ষক আলোচনা। ফরহাদ মজহারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী এবং আশফাক নিপুন। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত।
মেলায় এবার নতুন বইয়ের মধ্যে আগামী এনেছে হাসনাত আবদুল হাইয়ের ‘জুলাই ক্যালাইডোস্কোপ’। বই পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলে জানান আগামী বিক্রেতা হায়দার আলী। দিব্য প্রকাশ স্টলে সদ্য প্রয়াত জনপ্রিয় কবি হেলাল হাফিজের ‘বেদনাকে বলেছি কেঁদো’ বই সব বয়সি পাঠকরা কিনছেন। ইমতিয়াজ মাহমুদের ‘পেন্টাকল’ ‘কালো কৌতুক’ বই দুটি পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলে জানান দিব্যপ্রকাশের বিক্রেতা আসিফ। শৈশব প্রকাশ এনেছে বাচ্চাদের ভূতের বই। নিশাদ সুলতানার ‘ভূতের শহরে একদিন’, ‘স্কুল ব্যাগে ভূত’ বই দুটি শিশুদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।
রোদেলা প্রকাশনীর শামসুজ্জামান শামসের লেখা জীবনীগ্রন্থ ‘নোবেল বিজয়ী চার বাঙালি’ মোহাম্মাদ শাহ্ হাফেজ কবিরের কিশোর উপন্যাস ‘খুদে বিজ্ঞানীদের অভিযান’ কিশোর সায়েন্স ফিকশন গল্প ‘পজিট্রনিক রাজ্যে মানুষ’ বই দুটির বিক্রি ভালো।
মেরিট ফেয়ার প্রকাশনীর ড. আবদুল লতিফ মাসুমের ‘বাংলাদেশের রাজনীতি : ট্রাকের চাকায় পিষ্ট গণতন্ত্র’ বইটি পাঠক কিনছেন। সৈয়দ ফারুকের লেখা ‘বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম’, মুহা. জালাল উদ্দীন বিশ্বাসের অনুবাদে ‘ইবনে বতুতার সফরনামা’ ভালো চলছে।
মিরপুর ১ নম্বর থেকে আসা দশক শ্রেণির ছাত্র নয়ন ইসলাম আমার দেশকে জানান, সে মেরিট ফেয়ার প্রকাশনী থেকে প্রফেসর এম এন তাজল ইসলামের ‘জ্যামিতি’ এবং জ্যামিতি সমাধান’ বই দুটি কিনেছে। গণিতের বইয়ের পাশাপাশি উপন্যাস এবং কবিতার বইও তার ভালো লাগে বলে আমার দেশকে জানায় নয়ন। ইডেন কলেজের অনার্সের ছাত্রী নবনীতা কিনেছেন বাদল সৈয়দের লেখা উপন্যাস ‘ডানা ভাঙ্গা পাখিগুলো’ ও রাজীব হাসানের ‘একলাবর্তী’ উপন্যাস। নবনীতার বান্ধবী হৃদি জানান, এবার মেলা থেকে তিনি অনেকগুলো কবিতার বই কিনবেন।
মেলার ভেতরে দেখা যায়, ফেরিওয়ালাদের অবাধ বিচরণ। আছে বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালাÑএমন নানা পদের খাবারের ভ্রাম্যমাণ বিক্রেতা দল। অনেককে কিনতেও দেখা যায়।
মেলার ১২তম দিনে জনসমাগম আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। পাঠক, দর্শনার্থীদের উপস্থিতিতে বলা যায়, মেলা এখন উৎসবমুখর। সোহরাওয়ার্দী উদ্যান অংশের মেলা চত্বরে প্রতিদিনই প্রকৃত বইপ্রেমীদের আগমন বাড়ছে।
শীতের বিকালে উদ্যানের লেকপাড় মেলায় আসা দর্শনার্থীদের জন্য একটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিনই বন্ধুবান্ধব এবং পরিবার-পরিজন নিয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন মেলায় আগতরা। মুঠোফোনে সেল্ফি তোলেন।
মূলত বিকাল ৪টায় মেলায় ভিড় বাড়তে থাকে। সাড়ে ৮টা পর্যন্ত সেই চাপ অব্যাহত থাকে। প্রকাশকরা জানান, মেলায় বিক্রি এখন পর্যন্ত আশানুরূপ হয়নি। তবে তারা আশাবাদী। সব বই এখনো মেলায় আসেনি। সেগুলো এলে বইয়ের বিক্রি বাড়বে।
গতকাল ১২তম দিনে একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়ে ৮৯টি। আগের দিনে বই জমা পড়েছিলো ৯১টি। গত ১২ দিনে মোট ৯১৭টি বই জমা পড়েছে। গতকাল বইমেলার মূলমঞ্চে বিকাল ৪টায় অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-এর কবিতা’ শীর্ষক আলোচনা। ফরহাদ মজহারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী এবং আশফাক নিপুন। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত।
মেলায় এবার নতুন বইয়ের মধ্যে আগামী এনেছে হাসনাত আবদুল হাইয়ের ‘জুলাই ক্যালাইডোস্কোপ’। বই পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলে জানান আগামী বিক্রেতা হায়দার আলী। দিব্য প্রকাশ স্টলে সদ্য প্রয়াত জনপ্রিয় কবি হেলাল হাফিজের ‘বেদনাকে বলেছি কেঁদো’ বই সব বয়সি পাঠকরা কিনছেন। ইমতিয়াজ মাহমুদের ‘পেন্টাকল’ ‘কালো কৌতুক’ বই দুটি পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলে জানান দিব্যপ্রকাশের বিক্রেতা আসিফ। শৈশব প্রকাশ এনেছে বাচ্চাদের ভূতের বই। নিশাদ সুলতানার ‘ভূতের শহরে একদিন’, ‘স্কুল ব্যাগে ভূত’ বই দুটি শিশুদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।
রোদেলা প্রকাশনীর শামসুজ্জামান শামসের লেখা জীবনীগ্রন্থ ‘নোবেল বিজয়ী চার বাঙালি’ মোহাম্মাদ শাহ্ হাফেজ কবিরের কিশোর উপন্যাস ‘খুদে বিজ্ঞানীদের অভিযান’ কিশোর সায়েন্স ফিকশন গল্প ‘পজিট্রনিক রাজ্যে মানুষ’ বই দুটির বিক্রি ভালো।
মেরিট ফেয়ার প্রকাশনীর ড. আবদুল লতিফ মাসুমের ‘বাংলাদেশের রাজনীতি : ট্রাকের চাকায় পিষ্ট গণতন্ত্র’ বইটি পাঠক কিনছেন। সৈয়দ ফারুকের লেখা ‘বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম’, মুহা. জালাল উদ্দীন বিশ্বাসের অনুবাদে ‘ইবনে বতুতার সফরনামা’ ভালো চলছে।
মিরপুর ১ নম্বর থেকে আসা দশক শ্রেণির ছাত্র নয়ন ইসলাম আমার দেশকে জানান, সে মেরিট ফেয়ার প্রকাশনী থেকে প্রফেসর এম এন তাজল ইসলামের ‘জ্যামিতি’ এবং জ্যামিতি সমাধান’ বই দুটি কিনেছে। গণিতের বইয়ের পাশাপাশি উপন্যাস এবং কবিতার বইও তার ভালো লাগে বলে আমার দেশকে জানায় নয়ন। ইডেন কলেজের অনার্সের ছাত্রী নবনীতা কিনেছেন বাদল সৈয়দের লেখা উপন্যাস ‘ডানা ভাঙ্গা পাখিগুলো’ ও রাজীব হাসানের ‘একলাবর্তী’ উপন্যাস। নবনীতার বান্ধবী হৃদি জানান, এবার মেলা থেকে তিনি অনেকগুলো কবিতার বই কিনবেন।
মেলার ভেতরে দেখা যায়, ফেরিওয়ালাদের অবাধ বিচরণ। আছে বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালাÑএমন নানা পদের খাবারের ভ্রাম্যমাণ বিক্রেতা দল। অনেককে কিনতেও দেখা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৬ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে