ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের জঙ্গি নাটকের নেপথ্যের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী বই লিখেছেন সাংবাদিক ও লেখক আবু সুফিয়ান।
গতকাল শনিবার বায়তুল মোকাররম পূর্ব গেইটে ‘ডার্ক ডকট্রিন’ নামক এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১০৩-১০৪ স্টলে।
‘ডার্ক ডকট্রিন’ বইটিতে সাংবাদিক আবু সুফিয়ান তুলে ধরেছেন বিগত আওয়ামী-ফ্যাসিস্ট শাসনে রাষ্ট্রীয় মদদে পরিচালিত বিভিন্ন জঙ্গি নাটক ও নির্যাতনের ভয়ংকর-নৃশংস ঘটনা ও এর অন্তরালের অজানা তথ্য। সমাজ-রাজনীতির অন্ধকার অধ্যায় উন্মোচনে এ বই পাঠকদের সামনে হাজির করেছে এক অনন্য অনুসন্ধানী দলিল।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামি আলোচক ও আলেম প্রফেসর মোখতার আহমদ, লেখক আবু সুফিয়ান ও প্রকাশক আবু তাসমিয়া আহমদ রফিক।

