মাংসের ঝাল পুলি

তানিয়া সুলতানা
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৫: ৪১

কোরবানির ঈদ শেষ হলেও তার রেশ শেষ হয়েও হয়নি শেষ। পিঠাপুলির আয়োজনও চলছে বেশ। ফ্রেশ মাংস কিমা করে রাখলে মুখরোচক মাংস পিঠা সহজেই বানিয়ে ফেলতে পারেন। কোরবানির পর রান্না করা ঝুরা মাংস দিয়েও বানাতে পারেন মজাদার পুলিপিঠা। এবারের রান্নার আয়োজন সাজানো হয়েছে মাংসের পিঠাপুলি দিয়ে।

উপকরণ: চালের গুঁড়া ৪ কাপ, হলুদের গুঁড়া (রঙ হওয়ার জন্য) পরিমাণমতো, সামান্য বেকিং পাউডার, দেড় টেবিল চামচ ময়দা, ভাজার জন্য তেল পরিমাণমতো।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

পুরের জন্য: রান্না করা কোরবানির ঝুরা মাংসের সঙ্গে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি মিশিয়ে পুর বানিয়ে নিন।

আর ফ্রেশ মাংস দিয়ে করতে চাইলে যেকোনো মাংসের কিমা, আন্দাজমতো আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে-জিরা-মরিচ-গরম মসলা গুঁড়া, সামান্য তেল ও লবণ দিয়ে নিজের পছন্দমতো ঝরঝরে করে রান্না করে নিন।

নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেভাবে আপনার ভালো লাগে বা সুবিধা হয়, সেভাবে রান্না করে নেবেন। শুধু খেয়াল রাখবেন যেন ঝরঝরে শুকনা করে রান্না করা হয়।

খামির তৈরির প্রণালি

খামির তৈরিতে ময়দা, বেকিং পাউডার ও চাইলে সামান্য লবণ মিশিয়ে ঘি দিয়ে মেখে নিন। তারপর প্রয়োজনমতো পানি অল্প অল্প করে দিয়ে পরোটার মতো খামির বানিয়ে নিন। এবার মিনিট ১৫ রেখে দিন।

এবার টেবিলে কিছু ময়দা ছড়িয়ে খামিরটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিন। রুটি যত পাতলা হবে, আপনার পিঠার খোলস তত সুন্দর হবে।

তেল ও দেড় টেবিল চামচ ময়দা মিলিয়ে একটা গোলা বানিয়ে নিন। এই গোলাটা বেলে রাখা রুটির ওপর আলতো করে মেখে নিন। এবার রুটিটা একপাশ থেকে মোড়াতে থাকুন।

পুরোটা মোড়ানো হলে ছুরি দিয়ে এক ইঞ্চি মাপে পিস পিস করে কেটে নিন। তারপর হাত দিয়ে হালকা একটু চেপে দিন। তারপর বেলে ছোট ছোট রুটির মতো করে ভেতরে মাংসের পুর ভরে মুখ আটকে দিন।

ডুবোতেলে সময় নিয়ে সবগুলোকে সোনালি করে ভাজুন। তাড়াহুড়া করবেন না, বেশি তাপে ভাজবেন না। তাহলে ভেতরে ভালো ভাজা হবে না।

বিষয়:

কোরবানি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত