শুধু পর্দা নয়, ফ্যাশনেও হিজাব

তানহা আজমী
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০: ৫৯

মুসলিম নারীদের পরা ছোট্ট এক টুকরো কাপড় আজকাল হয়ে উঠেছে রুচিশীল সম্ভ্রান্ত নারীদের ফ্যাশন বা ট্রেন্ড। নারীর পর্দা ও নিজেকে সমসাময়িক রাখার প্রাসঙ্গিকতায় আজকাল হিজাব এক দারুণ অনুষঙ্গও বটে।

‘হিজাব’ শব্দের আক্ষরিক অর্থ হলো প্রতিরক্ষা, বাধা দান করা, আড়াল করা বা ঢেকে রাখা।

বিজ্ঞাপন

হিজাব নিছক একটি পোশাকের নাম নয়, বরং ইসলামি সংস্কৃতি ও সভ্যতার প্রতীক, স্রষ্টার দেওয়া এক আবশ্যিক বিধান। এর মাধ্যমেই নারী তার সম্মান ও মর্যাদা সমুন্নত রেখে স্বাভাবিক কর্মপ্রবাহকে করেছে মার্জিত ও পরিশীলিত।

অনেকেই মনে করেন হিজাব পড়লে বা পর্দা করলে নিজের নিজস্বতা, স্টাইল বা ফ্যাশন একদমই মেইনটেইন করা যায় না। কিন্তু এ ধারণাটি একদমই ঠিক নয়।

সব ঋতুতেই হিজাবের সঠিক ফেব্রিক্স ও কালার নির্বাচন করে নিজস্বতা ও স্টাইল ধরে রাখা যায়। কেউ প্রিন্টের, কেউ এক কালারের আবার কেউ ফ্লোরাল, কেউ ব্লকের হিজাব পছন্দ করেন।

আবহাওয়া ও অবস্থানকালীন পরিবেশ অনুযায়ী আপনি আপনার পছন্দের ফেব্রিক্স প্রিন্ট ও কালার চুজ করে হয়ে উঠতে পারেন রুচিশীল স্টাইলিশ মুসলিম নারী।

বিষয়:

হিজাব
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত