আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বসন্তে ত্বকের যত্ন

রাজিয়া সুলতানা
বসন্তে ত্বকের যত্ন

শীত চলে গেলেও বসন্তে থাকে শুষ্ক হাওয়া, ত্বকে খসখসে অনুভূতি ও আর্দ্রতার ঘাটতি। বসন্ত মৌসুমে ত্বকের সঠিক যত্ন না নিলে তা রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। তাই এ সময়ে ত্বকের সঠিক যত্ন নিতে সঠিক প্রসাধনী ব্যবহার করা জরুরি।

বসন্তে ত্বকের যত্নে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন কসমেটোলজিস্ট ও শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড স্যালুনের স্বত্বাধিকারী শোভন সাহা

বিজ্ঞাপন

বসন্তে শুষ্ক ত্বকের জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার

বসন্তে আপনার শুষ্ক ত্বককে ঠিক রাখার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন কোল্ড প্রেসড নারিকেল তেল। এ ধরনের তেল নারকেলকে গরম করে নয়, বরং কোল্ড প্রেস করে করা হয়, যা খুব পাতলা হয়। এটি স্কিনের জন্য খুবই ভালো। শিয়া বাটার অথবা গরুর দুধের বাটারও ত্বকের যত্নে খুব ভালো কাজ করে। এ ধরনের উপাদান অনেক বেশি শুষ্ক ত্বককেও আর্দ্রতা দিয়ে থাকে।

প্রয়োজন সম্পূর্ণ শরীরের যত্ন

শরীরে ব্যবহারের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোল্ড প্রেসড কোকোনাট অয়েল দুটিই অত্যন্ত ভালো।

অটুট থাকুক হাসি

অনেকের সারা বছরই ঠোঁট রুক্ষ থাকে। ঠোঁটের রুক্ষতা দূর করতে ভ্যাজলিন ব্যবহার করা যায়, যেটি পেট্রোলিয়াম জেলি হিসেবে পরিচিত। কোকোনাট অয়েল ও বাটার অয়েলও ঠোঁটের যত্নে উপকারী। এ ছাড়া বাজারে কিছু ফ্লেভার বেইসড লিপজেল পাওয়া যায়, পছন্দমতো ব্যবহার করতে পারেন।

দূর করুন মৃত কোষ

এ সময় মুখে এবং ঠোঁটে আলাদাভাবে সপ্তাহে দু-এক দিন স্ক্রাবিং করা জরুরি। এতে শুষ্ক মৃত কোষ উঠে গিয়ে ত্বককে কোমল রাখতে সাহায্য করবে।

সানব্লক ব্যবহার

সারাবছরই সানব্লক ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোদ থাকুক, না থাকুক কমপক্ষে ৫০ এসপিএফ-যুক্ত সানব্লক ব্যবহার করে বাইরে যেতে হবে। কেননা এটি আপনাকে ইউভি থেকে বাঁচাবে। ময়েশ্চারাইজার-বেইসড সানব্লক নির্বাচন আপনাকে আলাদাভাবে ময়েশ্চারাইজারের ব্যবহার থেকে বাঁচাবে এবং ময়েশ্চারাইজার ও হাইড্রেশন দুটোই দেবে।

প্রয়োজন বিউটি এক্সপার্টের মতামত

যাদের স্কিন অনেক সংবেদনশীল, তাদের অবশ্যই এক্সপার্টের সঙ্গে কথা বলে প্রসাধনী নির্বাচন করতে হবে। নিজে নিজে প্রসাধনী নির্বাচন অথবা কোনো বিউটি হ্যাক হিতে বিপরীত হতে পারে।

ত্বকে গ্লো

গ্লোয়িং ত্বক পেতে মধুর সঙ্গে ১০০ শতাংশ ডার্ক চকলেট মিক্স করে প্যাক তৈরি করে নিতে পারেন। স্ক্রাবের জন্য ওটস, ক্লিনজার হিসেবে তরল দুধ এবং ঠোঁটের যত্নে সুগারের সঙ্গে টক দই মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

রাতে ত্বকের গভীর পুষ্টি

রাতে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকে ত্বক। নাইট ক্রিম ব্যবহার ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং ত্বক উজ্জ্বল করে। এজন্য বেছে নিন হায়ালুরনিক অ্যাসিড, রেটিনল বা ভিটামিন সি-সমৃদ্ধ ক্রিম।

কিছু টিপস

  • দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন।
  • প্রচুর শাকসবজি ও ফল খান।
  • প্রাকৃতিক উপাদান, যেমন দুধ, মধু ও শসার প্যাক ব্যবহার করুন।

ত্বকের যত্ন নেওয়া মানে নিজের প্রতি ভালোবাসার প্রকাশ। এই মৌসুমে সঠিক প্রসাধনী বেছে নিন, নিজের জন্য কিছুটা সময় দিন। কারণ আপনার ত্বক আপনার সৌন্দর্যের আয়না। শুষ্কতায় নয়, এই মৌসুমে আপনার ত্বক যেন কথা বলে উজ্জ্বলতা আর সতেজতায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন