বইমেলার সৌজন্য

মোহনা জাহ্নবী
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬: ০০

আর কয়দিন পরেই আমর একুশে বইমেলা। বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, এটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই বইমেলায় গেলে কিছু আদবকেতা অবশ্যই মেনে চলা উচিত, যা মেলার পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি সবার জন্য উপভোগ্য করে তোলে। এ বিষয়ে লিখেছেন- মোহনা জাহ্নবী

বিজ্ঞাপন

শান্ত পরিবেশ বজায় রাখা

বইমেলা এমন একটি স্থান যেখানে অনেক মানুষ একসঙ্গে উপস্থিত থাকে, তাই সবার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত শব্দ করা বা কোলাহল সৃষ্টি না করার চেষ্টা করুন। মনে রাখবেন, যেকোনো আয়োজন অর্থপূর্ণ হওয়ার অন্যতম পূর্বশর্ত সুন্দর পরিবেশ।

তথ্যকেন্দ্রের সহযোগিতা নেওয়া

মেলায় কোনো স্টল খুঁজে না পেলে বা কোনো জরুরি তথ্য জানার থাকলে তথ্যকেন্দ্রের সহযোগিতা নিন।

বইয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া

বই হলো জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। বইগুলোকে ভালোভাবে দেখুন, যাচাই করুন, তবে কোনো বই নষ্ট করবেন না। বইয়ের পাতা উল্টানোর সময় সতর্ক থাকুন, যাতে বইয়ের কোনো ক্ষতি না হয়।

যতটুকু দরকার, ততটুকু দেখুন

বইয়ের স্টলে গিয়ে অতিরিক্ত সময় ধরে কোনো বই দেখবেন না। যতটুকু প্রয়োজন, ততটুকুই দেখুন। এতে অন্যরাও বইটি দেখার সুযোগ পাবেন এবং বিক্রয়কর্মীরাও বিব্রত হবেন না।

লাইনে দাঁড়ান

বই কিনতে গিয়ে যদি লাইনে দাঁড়াতে হয়, তবে সঠিকভাবে লাইনে দাঁড়ান এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোন। তাড়াহুড়ো করে বিশৃঙ্খলা তৈরি করবেন না।

নিজের বোঝাপড়া ও পাঠাভ্যাস বজায় রাখুন

বইমেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায়—ভিন্ন ভিন্ন শ্রেণি ও আঙ্গিকের। নিজের পাঠ্যশ্রেণি অনুসারে বই নির্বাচন করুন। তবে অন্য বইগুলোও দেখতে চেষ্টা করুন, যাতে নতুন কিছু শেখা যায়।

একসঙ্গে প্রচুর বই কেনার চেষ্টা করবেন না

এক দিনে প্রচুর বই কিনবেন না। বইমেলা তো শুধু বই কেনার জন্যই নয়, এটা একটা মিলনমেলা। কাছের মানুষদের সঙ্গে মেলায় ঘুরে বেড়ান, ধীরেসুস্থে দেখেশুনে বই কিনুন, লেখকদের সঙ্গে পরিচিত হন, ভালো লাগবে। এক দিনে অনেক বই সংগ্রহ করতে চাইলে শুধু সারা মেলা ঘুরে তাড়াহুড়ো করে বই-ই কিনতে হবে, মেলা উপভোগ করতে পারবেন না।

ডিজিটাল ডিভাইস ব্যবহার সীমিত রাখুন

বইমেলায় গিয়ে মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের ব্যবহার সীমিত রাখার চেষ্টা করুন। ডিজিটাল ডিভাইস নিয়ে বেশি ব্যস্ত থাকলে ভালোভাবে মেলা উপভোগ করতে পারবেন না।

বিশ্রাম ও খাবারের জায়গার সঠিক ব্যবহার

বইমেলা ঘুরতে ঘুরতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। তাই মেলায় বিশ্রাম নেয়ার জন্য আলাদা বসার জায়গা থাকে। এমনকি খাওয়ার জন্যও কিছু খাবারের দোকান থাকে। এসব জায়গায় গিয়ে সুন্দর আচরণ বজায় রাখুন এবং আপনার জন্য যেন অন্য কারো অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখুন।

অন্যদের জন্য জায়গা ছেড়ে দিন

বই দেখতে গিয়ে যদি কোনো স্টলের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তবে তারাও যাতে বইটি দেখতে পারে, সেই কারণে একটু জায়গা ছেড়ে দাঁড়ান।

ভদ্রতা বজায় রাখুন

সবসময় ভদ্র ও নম্র আচরণ করুন। বইমেলায় যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো ভুল বোঝাবুঝি হয়, তবে শান্তিপূর্ণভাবে তা সমাধান করার চেষ্টা করুন।

নিরাপত্তাকর্মীর সাহায্য নিন

মেলায় গিয়ে যদি বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে নিরাপত্তাকর্মীদের সাহায্য নিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত