লিপিকা আফরোজ
চারদিকে চলছে গ্রীষ্মের তাপপ্রবাহ। গরমের এই দিনগুলোয় স্বস্তি পেতে চাই এমন কিছু পোশাক, যা এই গরমে তাপমাত্রাকে কিছুটা হলেও লাঘব করবে। গরমের এ সময়ে সাদা পোশাকটাই যেন সবচেয়ে স্বস্তির। মানিয়ে যায় যেকোনো সময়, যেকোনো পরিবেশে। তাই আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন সুতি কাপড়ের সাদা পোশাক। গরমে স্বস্তিদায়ক পোশাক নিয়ে এবারের আয়োজন।
গরমের দিনে সবাই চায় একটু আরামদায়ক পোশাক পরতে। এ সময় (গরমে) স্নিগ্ধ রঙ আর নরম কাপড়ের পোশাক দেয় স্নিগ্ধ অনুভূতি। পোশাক বাছাই করার সময় আরামের দিকে বিশেষ নজর দিন। এ ক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। আর সাদা রঙের পোশাক স্বস্তিদায়ক। তাই গরমে সাদা পোশাক পরার ক্ষেত্রে সুতি কাপড় বেছে নেওয়াই ভালো।
চোখের তৃপ্তি ও আরামের দিক থেকে সাদা রঙের পোশাক নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ। সাদা সুতি কিংবা লিলেন কাপড়ের পোশাকে বেশ আরাম পাওয়া যায়। সাদা রঙের সুতি কাপড়ের তৈরি পোশাক তাপ থেকে বাঁচিয়ে শরীরকে ঠান্ডা রাখে। কারণ সাদা কাপড় তাপ কম শোষণ করে। সেই সঙ্গে বাড়তি ঘামটাও টেনে নেয় সুতি কাপড়। এ ছাড়া এই রঙ সব বয়সের সঙ্গে মানিয়ে যায়।
গরমের কারণে আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় বা শরীরে ফুসকুড়ি ওঠে। এ সময়টা সাদা বা হালকা রঙের সুতি পোশাক রোদ ও তাপ থেকে বাঁচিয়ে শরীরকে আরাম দেয়। তাই সাদা রঙের সুতি বা লিলেন কাপড়ই বেছে নেওয়া উচিত।
এ ছাড়া সাদা-কালো ফ্যাশন হাউস তো আছেই সাদা কাপড়ের নানা ধরনের ডিজাইনের পোশাক নিয়ে। বিভিন্ন ফ্যাশন হাউসেও থাকে আরামদায়ক সাদা পোশাক।
পোশাক হিসেবে সাদা রঙ শুধু তাপ শোষণ থেকেই বিরত রাখে না, বরং চোখের জন্যও এনে দেয় অন্যরকম স্বস্তি। এ সময় তাই মেয়েদের পোশাকের ক্ষেত্রে সাদা শাড়ি, ফতুয়া কিংবা সালোয়ার-কামিজ অনেক বেশি জনপ্রিয়। কাপড়ের ধরন হিসেবে সাদা সুতি কাপড় অনেক বেশি জনপ্রিয়তা পায়। তবে বৈচিত্র্য আনতে সুতির পাশাপাশি শিফন, কটন কোটা কিংবা টাঙ্গাইলের সুতির শাড়িও বেছে নিতে পারেন। কামিজের সঙ্গে চুড়িদারের চেয়ে প্লাজো, সালোয়ারই গরমে বেশি আরামদায়ক। যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এ গরমে সাদা সুতির পাশাপাশি সিল্ক, জর্জেট, শিফন ইত্যাদি শাড়িও বেছে নিতে পারেন।
সাদা ও হালকা রঙের আবেদন সব সময় অন্যরকম। এর উজ্জ্বলতায় ফুটে ওঠে এক ধরনের স্নিগ্ধতা ও প্রশান্তি, যা গরমে খুবই জরুরি। সাদা প্রিন্টের পোশাকও বেশ নজরকাড়া ও আরামদায়ক। পোশাক নির্বাচনের ক্ষেত্রে সাদা প্রিন্টের কাপড়ও বাছাই করতে পারেন।
বাজারে যেসব সাদা রঙের কাপড় পাওয়া যায়, তার মধ্যে লিলেন, মসলিন, অ্যান্ডি সিল্ক, দোয়েল সিল্ক, ধুপিয়ানা, নেট, চিকেন, ব্র্যাক সিল্কের কাপড় উল্লেখযোগ্য।
এই গরমে নিজেকে কিছুটা প্রশান্তি দিতে এবং সাজে স্নিগ্ধতা আনতে চাইলে পরুন ধবধবে সাদা পোশাক। কিন্তু সাদায় মানাবে কি না কিংবা কেমন মেকআপ করতে হবে সাদার সঙ্গেÑ এ নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন। আর তাই সাদা পরতে ইচ্ছে করলেও অনেকেরই পরা হয়ে ওঠে না।
সাদা পোশাকে সবাইকে মানিয়ে যায়, যদি সঠিকভাবে পরা হয় এবং এর সঙ্গে সাজ ও আনুষঙ্গিক সব ঠিক থাকে।
চারদিকে চলছে গ্রীষ্মের তাপপ্রবাহ। গরমের এই দিনগুলোয় স্বস্তি পেতে চাই এমন কিছু পোশাক, যা এই গরমে তাপমাত্রাকে কিছুটা হলেও লাঘব করবে। গরমের এ সময়ে সাদা পোশাকটাই যেন সবচেয়ে স্বস্তির। মানিয়ে যায় যেকোনো সময়, যেকোনো পরিবেশে। তাই আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন সুতি কাপড়ের সাদা পোশাক। গরমে স্বস্তিদায়ক পোশাক নিয়ে এবারের আয়োজন।
গরমের দিনে সবাই চায় একটু আরামদায়ক পোশাক পরতে। এ সময় (গরমে) স্নিগ্ধ রঙ আর নরম কাপড়ের পোশাক দেয় স্নিগ্ধ অনুভূতি। পোশাক বাছাই করার সময় আরামের দিকে বিশেষ নজর দিন। এ ক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। আর সাদা রঙের পোশাক স্বস্তিদায়ক। তাই গরমে সাদা পোশাক পরার ক্ষেত্রে সুতি কাপড় বেছে নেওয়াই ভালো।
চোখের তৃপ্তি ও আরামের দিক থেকে সাদা রঙের পোশাক নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ। সাদা সুতি কিংবা লিলেন কাপড়ের পোশাকে বেশ আরাম পাওয়া যায়। সাদা রঙের সুতি কাপড়ের তৈরি পোশাক তাপ থেকে বাঁচিয়ে শরীরকে ঠান্ডা রাখে। কারণ সাদা কাপড় তাপ কম শোষণ করে। সেই সঙ্গে বাড়তি ঘামটাও টেনে নেয় সুতি কাপড়। এ ছাড়া এই রঙ সব বয়সের সঙ্গে মানিয়ে যায়।
গরমের কারণে আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় বা শরীরে ফুসকুড়ি ওঠে। এ সময়টা সাদা বা হালকা রঙের সুতি পোশাক রোদ ও তাপ থেকে বাঁচিয়ে শরীরকে আরাম দেয়। তাই সাদা রঙের সুতি বা লিলেন কাপড়ই বেছে নেওয়া উচিত।
এ ছাড়া সাদা-কালো ফ্যাশন হাউস তো আছেই সাদা কাপড়ের নানা ধরনের ডিজাইনের পোশাক নিয়ে। বিভিন্ন ফ্যাশন হাউসেও থাকে আরামদায়ক সাদা পোশাক।
পোশাক হিসেবে সাদা রঙ শুধু তাপ শোষণ থেকেই বিরত রাখে না, বরং চোখের জন্যও এনে দেয় অন্যরকম স্বস্তি। এ সময় তাই মেয়েদের পোশাকের ক্ষেত্রে সাদা শাড়ি, ফতুয়া কিংবা সালোয়ার-কামিজ অনেক বেশি জনপ্রিয়। কাপড়ের ধরন হিসেবে সাদা সুতি কাপড় অনেক বেশি জনপ্রিয়তা পায়। তবে বৈচিত্র্য আনতে সুতির পাশাপাশি শিফন, কটন কোটা কিংবা টাঙ্গাইলের সুতির শাড়িও বেছে নিতে পারেন। কামিজের সঙ্গে চুড়িদারের চেয়ে প্লাজো, সালোয়ারই গরমে বেশি আরামদায়ক। যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এ গরমে সাদা সুতির পাশাপাশি সিল্ক, জর্জেট, শিফন ইত্যাদি শাড়িও বেছে নিতে পারেন।
সাদা ও হালকা রঙের আবেদন সব সময় অন্যরকম। এর উজ্জ্বলতায় ফুটে ওঠে এক ধরনের স্নিগ্ধতা ও প্রশান্তি, যা গরমে খুবই জরুরি। সাদা প্রিন্টের পোশাকও বেশ নজরকাড়া ও আরামদায়ক। পোশাক নির্বাচনের ক্ষেত্রে সাদা প্রিন্টের কাপড়ও বাছাই করতে পারেন।
বাজারে যেসব সাদা রঙের কাপড় পাওয়া যায়, তার মধ্যে লিলেন, মসলিন, অ্যান্ডি সিল্ক, দোয়েল সিল্ক, ধুপিয়ানা, নেট, চিকেন, ব্র্যাক সিল্কের কাপড় উল্লেখযোগ্য।
এই গরমে নিজেকে কিছুটা প্রশান্তি দিতে এবং সাজে স্নিগ্ধতা আনতে চাইলে পরুন ধবধবে সাদা পোশাক। কিন্তু সাদায় মানাবে কি না কিংবা কেমন মেকআপ করতে হবে সাদার সঙ্গেÑ এ নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন। আর তাই সাদা পরতে ইচ্ছে করলেও অনেকেরই পরা হয়ে ওঠে না।
সাদা পোশাকে সবাইকে মানিয়ে যায়, যদি সঠিকভাবে পরা হয় এবং এর সঙ্গে সাজ ও আনুষঙ্গিক সব ঠিক থাকে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৭ ঘণ্টা আগে