Keep + verb + ing
কোনো কাজ করতে থাকো— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Keep + verb + ing (করতে থাকা), subject + verb + ext.
Practice
- Keep reading, you will be a writer.
—পড়তে থাকো, একজন লেখক হবে।
- Keep staying, you will success.
—লেগে থাকো, সফলতা পাবে।
- Keep offering, you will offer.
—প্রস্তাব করো, প্রস্তাব পাবে।
- Keep working, you will get money.
Ñকাজ করতে থাকো, তুমি টাকা পাবে।
- Keep staying, you will win.
—লেগে থাকো, তুমি জিতবে।
- Keep practicing, you will be able to speak English fluently.
Ñচেষ্টা করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে থাকবে।
Am to/ is to/ are to
কোন কাজ করতে হয়— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + am to/ is to/ are to + verb1 + obj + ext.
Practice
- I am to catch fish.
—আমাকে মাছ ধরতে হয়।
- He/she is to bear the basket.
—তাকে ঝুড়ি বহন করতে হয়।
- They are to dance the club.
—তাদের ক্লাবে নাচতে হয়।
- You are to drive a car.
—তোমাকে গাড়িটি চালাতে হয়।
- We are to understand the matter.
—আমাদের ব্যাপারটি বুঝতে হয়।
l Was to/ were to
কোন কাজ করতে হয়েছিল— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + was to/ were to + verb1 + obj + ext.
Practice
- I was to accept.
—আমাকে গ্রহণ করতে হয়েছিল।
- He/she was to declare the war.
—তাকে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল।
- They were to cut the tree.
—তাদের গাছ কাটতে হয়েছিল।
- You were to open the shop.
—তোমাকে দোকান খুলতে হয়েছিল।
- We were to speak in English.
—আমাদের ইংরেজি বলতে হয়েছিল।
মো. মশিউর রহমান খান
প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট

