রাসেল মাহমুদ
সকাল ৯টায় আখাউড়া স্থলবন্দরে চলে গেলাম। আমার ও মিলন ভাইয়ের সাইকেলে ভারত ভ্রমণ শুরু হলো। হাতে সময় কম ছিল তাই আমরা খুব বেশি জায়গা ঘুরে দেখতে পারিনি। যা দেখার সাইকেল চালানো অবস্থাতেই দেখেছি, উপভোগ করেছি। দুপুর ৩ টার দিকে খাবার খেয়ে নিলাম আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের পাশের মোহনপুরে।
সাইকেল চালিয়ে চলে গেলাম খোয়াই, এখানেই আমাদের ভারতে প্রথম রাতটি অতিবাহিত হলো। রাত-দিন মিলিয়ে প্রায় ২শ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এসেছি। শরীর তখন ক্লান্ত। তাই সব ঠিকঠাক করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
পরদিন ভোরে বেরিয়ে পড়লাম। এবার হাইওয়ে বাদ দিয়ে এলাকার রাস্তা বেছে নিলাম। কুমারঘাটে এসে সকালের খাবার খেলাম। সেখান থেকে পানিসাগরের পথে চলে এলাম। চড়ুইবাড়ি চেকপোস্ট পার করে ত্রিপুরা থেকে আসামে ঢুকলাম। আজকের এই রাস্তা অনেক উপভোগ করছি, কারণ রাস্তায় অনেক ঢাল । কখনো উপর দিকে উঠছি আবার কখনো নিচের দিকে নামছি । কখনও এমন হয়েছে নিচের দিকে নামার গতি দিয়েই আবার উপরে উঠেছি। আশেপাশে কোন থাকার হোটেল নেই। খোঁজ নিয়ে জানলাম, সামনে পেট্রোল পাম্প আছে। ওখানে গিয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকার অনুমতি পেয়ে গেলাম।
সকালে খুব ভোরেই বের হয়ে গেলাম। একটু পরেই করিমগেঞ্জে পৌঁছালাম। পাহাড়ের উপর দিকে উঠতে আমাদের গতি থাকে মাত্র ৫ বা ৬ কিলোমিটার ঘন্টায়। রাতের খাবার খেয়ে নিলাম।
আসামের সীমানা পেরিয়ে চলে এসেছি মেঘালয়। যাচ্ছি লামসাং। এখানকার সৌন্দর্য্য সত্যিই অসাধারণ। আমরা যারা সমতলে থাকি পাহাড় যে তাদের কতটা ভালো লাগে তা শুধু তারাই জানে। সবকিছু মিলিয়ে আমি সত্যিই খুব খুশি।
আজকে সকালের সূর্যটা একটু অন্য রকম। মনে হচ্ছে পাহাড়ের কোল ঘেষে সূর্যটা উপরের দিকে উঠছে। ডাউকি থেকে শিলং পুরোটাই উপরের দিকে উঠতে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে শিলংয়ের গড় উচ্চতা ১৪৯৬ মিটার আর সর্বোচ্চ উচ্চতা ১৯৬৬ মিটার। পরদিন ভোরে বাইরে অনেক ঠান্ডা ও বাতাস বইছে। তাই একটু দেরি করেই বের হতে হলো। আমাদের আজকের পরিকল্পনা গুহাটিতে গিয়ে কলকাতার ট্রেন ধরব। বেলা থাকতেই যেতে হবে গুহাটি ট্রেন স্টেশনে। শিলং পর্যন্ত যেতে পারলে বাকি পথটুকুতে তেমন সময় লাগবে না। কারণ শিলং থেকে গুহাটি পর্যন্ত নিচের দিকে যেতে হয়। অবশেষে শিলং শহরে চলে এলাম সাইকেলে। সকালের খাবার খেয়ে নিলাম। শিলং শহরে গিয়েছি ঠিকই কিন্তু শহরটা আর ঘুরে দেখা হলো না সময়ের অভাবে। খেয়েই গুহাটি এর দিকে এগুলাম। শিলং থেকে গুহাটি প্রায় ১০০ কিলোমিটার। ট্রেনে উঠে পড়লাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাতে ঘুমিয়ে সকালের দিকে বেরিয়ে পড়লাম কলকাতা শহর ঘুরে দেখতে। প্রথমে ট্রেন তার পর মেট্রোরেলে করে কলকাতা শহরে গেলাম। এই প্রথম আমার মেট্রোরেল ভ্রমণ। এসেই আগে সকালের খাবার খেলাম। ওখান থেকে আলিপুর চিড়িয়াখানা, ভিতরে অনেকক্ষণ ঘুরাঘুরি । যা যা ছিল সব কিছু দেখি আর ছবি তুলি। এখানে একটি বিষয় খুব ভালো লেগেছে তা হলো বাঘকে একদম কাছ থেকে দেখালাম। রাতে ঘুমিয়ে উঠলাম ভোর ৫ টার দিকে। মিল্টন দাদাকে বিদায় দিয়ে বারাসাত স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। সেখান থেকে ট্রেন ধরে বনগাঁ স্টেশন এ যাব। ট্রেন ধরতে পারলে আমরা অনেক তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারব, নয়তো অনেক দেরি হবে। এজন্য আমরা ৬টার মধ্যে বারাসাত স্টেশন এ চলে আসি। তারপর ট্রেনে বনগাঁ। সাইকেল চালিয়ে চলে গেলাম পেট্রাপোলে। এরপর পদ্মা সেতু হয়ে ঢাকাতে চলে এলাম। এখানেই রোমাঞ্চকর যাত্রার সমাপ্তি।
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটি
সকাল ৯টায় আখাউড়া স্থলবন্দরে চলে গেলাম। আমার ও মিলন ভাইয়ের সাইকেলে ভারত ভ্রমণ শুরু হলো। হাতে সময় কম ছিল তাই আমরা খুব বেশি জায়গা ঘুরে দেখতে পারিনি। যা দেখার সাইকেল চালানো অবস্থাতেই দেখেছি, উপভোগ করেছি। দুপুর ৩ টার দিকে খাবার খেয়ে নিলাম আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের পাশের মোহনপুরে।
সাইকেল চালিয়ে চলে গেলাম খোয়াই, এখানেই আমাদের ভারতে প্রথম রাতটি অতিবাহিত হলো। রাত-দিন মিলিয়ে প্রায় ২শ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এসেছি। শরীর তখন ক্লান্ত। তাই সব ঠিকঠাক করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
পরদিন ভোরে বেরিয়ে পড়লাম। এবার হাইওয়ে বাদ দিয়ে এলাকার রাস্তা বেছে নিলাম। কুমারঘাটে এসে সকালের খাবার খেলাম। সেখান থেকে পানিসাগরের পথে চলে এলাম। চড়ুইবাড়ি চেকপোস্ট পার করে ত্রিপুরা থেকে আসামে ঢুকলাম। আজকের এই রাস্তা অনেক উপভোগ করছি, কারণ রাস্তায় অনেক ঢাল । কখনো উপর দিকে উঠছি আবার কখনো নিচের দিকে নামছি । কখনও এমন হয়েছে নিচের দিকে নামার গতি দিয়েই আবার উপরে উঠেছি। আশেপাশে কোন থাকার হোটেল নেই। খোঁজ নিয়ে জানলাম, সামনে পেট্রোল পাম্প আছে। ওখানে গিয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকার অনুমতি পেয়ে গেলাম।
সকালে খুব ভোরেই বের হয়ে গেলাম। একটু পরেই করিমগেঞ্জে পৌঁছালাম। পাহাড়ের উপর দিকে উঠতে আমাদের গতি থাকে মাত্র ৫ বা ৬ কিলোমিটার ঘন্টায়। রাতের খাবার খেয়ে নিলাম।
আসামের সীমানা পেরিয়ে চলে এসেছি মেঘালয়। যাচ্ছি লামসাং। এখানকার সৌন্দর্য্য সত্যিই অসাধারণ। আমরা যারা সমতলে থাকি পাহাড় যে তাদের কতটা ভালো লাগে তা শুধু তারাই জানে। সবকিছু মিলিয়ে আমি সত্যিই খুব খুশি।
আজকে সকালের সূর্যটা একটু অন্য রকম। মনে হচ্ছে পাহাড়ের কোল ঘেষে সূর্যটা উপরের দিকে উঠছে। ডাউকি থেকে শিলং পুরোটাই উপরের দিকে উঠতে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে শিলংয়ের গড় উচ্চতা ১৪৯৬ মিটার আর সর্বোচ্চ উচ্চতা ১৯৬৬ মিটার। পরদিন ভোরে বাইরে অনেক ঠান্ডা ও বাতাস বইছে। তাই একটু দেরি করেই বের হতে হলো। আমাদের আজকের পরিকল্পনা গুহাটিতে গিয়ে কলকাতার ট্রেন ধরব। বেলা থাকতেই যেতে হবে গুহাটি ট্রেন স্টেশনে। শিলং পর্যন্ত যেতে পারলে বাকি পথটুকুতে তেমন সময় লাগবে না। কারণ শিলং থেকে গুহাটি পর্যন্ত নিচের দিকে যেতে হয়। অবশেষে শিলং শহরে চলে এলাম সাইকেলে। সকালের খাবার খেয়ে নিলাম। শিলং শহরে গিয়েছি ঠিকই কিন্তু শহরটা আর ঘুরে দেখা হলো না সময়ের অভাবে। খেয়েই গুহাটি এর দিকে এগুলাম। শিলং থেকে গুহাটি প্রায় ১০০ কিলোমিটার। ট্রেনে উঠে পড়লাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাতে ঘুমিয়ে সকালের দিকে বেরিয়ে পড়লাম কলকাতা শহর ঘুরে দেখতে। প্রথমে ট্রেন তার পর মেট্রোরেলে করে কলকাতা শহরে গেলাম। এই প্রথম আমার মেট্রোরেল ভ্রমণ। এসেই আগে সকালের খাবার খেলাম। ওখান থেকে আলিপুর চিড়িয়াখানা, ভিতরে অনেকক্ষণ ঘুরাঘুরি । যা যা ছিল সব কিছু দেখি আর ছবি তুলি। এখানে একটি বিষয় খুব ভালো লেগেছে তা হলো বাঘকে একদম কাছ থেকে দেখালাম। রাতে ঘুমিয়ে উঠলাম ভোর ৫ টার দিকে। মিল্টন দাদাকে বিদায় দিয়ে বারাসাত স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। সেখান থেকে ট্রেন ধরে বনগাঁ স্টেশন এ যাব। ট্রেন ধরতে পারলে আমরা অনেক তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারব, নয়তো অনেক দেরি হবে। এজন্য আমরা ৬টার মধ্যে বারাসাত স্টেশন এ চলে আসি। তারপর ট্রেনে বনগাঁ। সাইকেল চালিয়ে চলে গেলাম পেট্রাপোলে। এরপর পদ্মা সেতু হয়ে ঢাকাতে চলে এলাম। এখানেই রোমাঞ্চকর যাত্রার সমাপ্তি।
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
২ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
২ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
২ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৩ ঘণ্টা আগে