নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০: ২৬

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের সশস্ত্র এ বাহিনী ১০ থেকে ১২তম গ্রেডে বেসামরিক ৩ পদে ৮ কর্মী নিয়োগে ১৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

বিজ্ঞাপন

১. পদের নাম: সহকারী লাইব্রেরি অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

২. পদের নাম: ডেমনস্ট্রেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: আর্টিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১১,৩০০-২৯,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা—

*ফাইন আর্টসে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২২ জুলাই ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২২ জুলাই ২০২৫, বিকেল ৫টা;

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত