ডেস্ক রিপোর্ট
ইসলামি জ্ঞানচর্চা ও জেরুজালেমভিত্তিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক আল রুয়াদ একাডেমি ফর জেরুজালেম নলেজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বুধবার ঢাকাস্থ বিআইআইটি সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
এ সমঝোতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে জেরুজালেমের ইতিহাস, ভূগোল এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে সেমিনার, বক্তৃতা ও কর্মশালা আয়োজন করবে সরাসরি ও অনলাইনে। এর পাশাপাশি জেরুজালেমভিত্তিক পাঠ্যসূচি প্রণয়ন, গবেষণা সহযোগিতা এবং প্রকাশনায় অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জেরুজালেমভিত্তিক গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হবে।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিআইআইটি'র মহাপরিচালক প্রফেসর ড. এম. আবদুল আজিজ এবং তুরস্কের আল রুয়াদ একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের। এই উদ্যোগের অংশ হিসেবে আরবি ভাষার শিক্ষকদের 'জেরুজালেম নলেজ ট্রেইনার' হিসেবে প্রস্তুত করা হবে এবং বিশ্ববিদ্যালয়-ভিত্তিক শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক অনলাইন বক্তৃতা সিরিজ পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইআইটি'র আন্তর্জাতিক সমন্বয়কারী ও তুরস্কের ডেইলি সাবাহ-এর সম্পাদক মো. জাকির হোসেন এবং মানবাধিকার ও ফিলিস্তিন অধিকার সংরক্ষণে কাজ করা তুরস্কের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল নেটওয়ার্ক-এর সাধারণ সদস্য ড. আবদুল আজিজ মাহমুদ আবুইলিয়ান।
এই সমঝোতা স্মারক বিআইআইটি-এর বৈশ্বিক ইসলামি গবেষণার প্রতি অঙ্গীকার এবং আল রুয়াদ একাডেমির জেরুজালেমের ঐতিহ্য ও সমসাময়িক গুরুত্ব তুলে ধরার প্রচেষ্টাকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতিগণ।
ইসলামি জ্ঞানচর্চা ও জেরুজালেমভিত্তিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক আল রুয়াদ একাডেমি ফর জেরুজালেম নলেজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বুধবার ঢাকাস্থ বিআইআইটি সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
এ সমঝোতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে জেরুজালেমের ইতিহাস, ভূগোল এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে সেমিনার, বক্তৃতা ও কর্মশালা আয়োজন করবে সরাসরি ও অনলাইনে। এর পাশাপাশি জেরুজালেমভিত্তিক পাঠ্যসূচি প্রণয়ন, গবেষণা সহযোগিতা এবং প্রকাশনায় অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জেরুজালেমভিত্তিক গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হবে।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিআইআইটি'র মহাপরিচালক প্রফেসর ড. এম. আবদুল আজিজ এবং তুরস্কের আল রুয়াদ একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের। এই উদ্যোগের অংশ হিসেবে আরবি ভাষার শিক্ষকদের 'জেরুজালেম নলেজ ট্রেইনার' হিসেবে প্রস্তুত করা হবে এবং বিশ্ববিদ্যালয়-ভিত্তিক শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক অনলাইন বক্তৃতা সিরিজ পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইআইটি'র আন্তর্জাতিক সমন্বয়কারী ও তুরস্কের ডেইলি সাবাহ-এর সম্পাদক মো. জাকির হোসেন এবং মানবাধিকার ও ফিলিস্তিন অধিকার সংরক্ষণে কাজ করা তুরস্কের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল নেটওয়ার্ক-এর সাধারণ সদস্য ড. আবদুল আজিজ মাহমুদ আবুইলিয়ান।
এই সমঝোতা স্মারক বিআইআইটি-এর বৈশ্বিক ইসলামি গবেষণার প্রতি অঙ্গীকার এবং আল রুয়াদ একাডেমির জেরুজালেমের ঐতিহ্য ও সমসাময়িক গুরুত্ব তুলে ধরার প্রচেষ্টাকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতিগণ।
গাজা পুনরুদ্ধারের এই সময়ে ‘ফিলিস্তিন সাংস্কৃতিক পুরস্কার’ ঘোষণা করেছে ‘ফিলিস্তিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’। ১৩তম আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে—‘জেরুজালেম, গাজা উপত্যকা, গোটা ফিলিস্তিন ও জায়নবাদের বিরোধিতা’।
৩ দিন আগেএকশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন।
৪ দিন আগেবাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় প্রতিদিনই জড়ো হন হাজারো মানুষ। বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আর এই জনস্রোতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া ‘লিটলম্যাগ কর্নার’।
৪ দিন আগেইসলাম-পূর্ব সময়ে এক ভয়ংকর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যেন আরবরা। সমগ্র আরবে চলছিল ভয়াবহ অরাজকতা। গোত্রে গোত্রে শত্রুতা। সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার চেষ্টায় রত। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মারামারি থেকে শুরু করে যুদ্ধে জড়িয়ে পড়া; বছরের পর বছর ধরে সেই যুদ্ধ চলা।
৪ দিন আগে