
শাসসুদ্দিন ইলিয়াস

গত ২ নভেম্বর উদ্বোধন করা হলো মহান মিসরীয় জাদুঘর, যেখানে ৭৯টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রাচীন মিসরীয় সভ্যতা, ঐতিহ্য এবং বর্তমান সময়ে এর স্থায়ী প্রভাব প্রদর্শন করা হয়। গিজা পিরামিডের পাশে অবস্থিত মহান মিসরীয় জাদুঘর উদ্বোধন উপলক্ষে সেদিন সরকারি ছুটি ঘোষণা করেছিল মিসর। মিসরীয় কর্তৃপক্ষ এ বিশাল ভবনটিকে ‘একবিংশ শতাব্দীর বৃহত্তম সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ’ বলে অভিহিত করে।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এক লাখের বেশি ঐতিহাসিক নিদর্শন ধারণ করতে সক্ষম এই বিশাল প্রকল্পটি ২০০২ সালে শুরু হওয়ার পর ২০২৫ সালের চলতি মাসে এ মাসে উদ্বোধন করা হয়।
জাদুঘরের প্রবেশপথে রাজা দ্বিতীয় রামসেসের একটি বিশাল মূর্তি রয়েছে, যা কায়রো শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে কয়েক দশক ধরে দাঁড়িয়ে ছিল। জাদুঘরে পুরাকীর্তিগুলোর জন্য একটি পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্রও রয়েছে, যা এক্ষেত্রে বৃহত্তম আন্তর্জাতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি ৩২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত।
মহান মিশরীয় জাদুঘরে ফারাও যুগের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো বিশাল মূর্তি, কফিন, সরঞ্জাম ও গয়না। যেগুলো দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছিল এবং এখন ৫০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রদর্শিত হচ্ছে।
আধুনিকভাবে পরিকল্পিত এই জাদুঘরে ৩০টি ফারাও রাজবংশের প্রায় এক লাখ নিদর্শন রয়েছে, যার প্রায় অর্ধেক প্রদর্শনীতে থাকবে। বাকিগুলো গুদামে রাখা হবে।
উপরের তলায় ১২টি হলরুমে প্রদর্শিত ফারাও সভ্যতার ইতিহাসের টুকরো রয়েছে, যা প্রাগৈতিহাসিক কাল থেকে গ্রিকো-রোমান যুগ পর্যন্ত ৩০টি রাজবংশের ৫০ শতাব্দীর ইতিহাস জুড়ে বিস্তৃত।
ভবনটিতে গবেষকদের জন্য উন্মুক্ত স্টোরেজ, পরীক্ষাগার, পুনরুদ্ধার কর্মশালা, গ্রন্থাগার, একটি সম্মেলন কেন্দ্র, রেস্তোরাঁ এবং শপিং তোরণও রয়েছে।

গত ২ নভেম্বর উদ্বোধন করা হলো মহান মিসরীয় জাদুঘর, যেখানে ৭৯টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রাচীন মিসরীয় সভ্যতা, ঐতিহ্য এবং বর্তমান সময়ে এর স্থায়ী প্রভাব প্রদর্শন করা হয়। গিজা পিরামিডের পাশে অবস্থিত মহান মিসরীয় জাদুঘর উদ্বোধন উপলক্ষে সেদিন সরকারি ছুটি ঘোষণা করেছিল মিসর। মিসরীয় কর্তৃপক্ষ এ বিশাল ভবনটিকে ‘একবিংশ শতাব্দীর বৃহত্তম সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ’ বলে অভিহিত করে।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এক লাখের বেশি ঐতিহাসিক নিদর্শন ধারণ করতে সক্ষম এই বিশাল প্রকল্পটি ২০০২ সালে শুরু হওয়ার পর ২০২৫ সালের চলতি মাসে এ মাসে উদ্বোধন করা হয়।
জাদুঘরের প্রবেশপথে রাজা দ্বিতীয় রামসেসের একটি বিশাল মূর্তি রয়েছে, যা কায়রো শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে কয়েক দশক ধরে দাঁড়িয়ে ছিল। জাদুঘরে পুরাকীর্তিগুলোর জন্য একটি পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্রও রয়েছে, যা এক্ষেত্রে বৃহত্তম আন্তর্জাতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি ৩২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত।
মহান মিশরীয় জাদুঘরে ফারাও যুগের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো বিশাল মূর্তি, কফিন, সরঞ্জাম ও গয়না। যেগুলো দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছিল এবং এখন ৫০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রদর্শিত হচ্ছে।
আধুনিকভাবে পরিকল্পিত এই জাদুঘরে ৩০টি ফারাও রাজবংশের প্রায় এক লাখ নিদর্শন রয়েছে, যার প্রায় অর্ধেক প্রদর্শনীতে থাকবে। বাকিগুলো গুদামে রাখা হবে।
উপরের তলায় ১২টি হলরুমে প্রদর্শিত ফারাও সভ্যতার ইতিহাসের টুকরো রয়েছে, যা প্রাগৈতিহাসিক কাল থেকে গ্রিকো-রোমান যুগ পর্যন্ত ৩০টি রাজবংশের ৫০ শতাব্দীর ইতিহাস জুড়ে বিস্তৃত।
ভবনটিতে গবেষকদের জন্য উন্মুক্ত স্টোরেজ, পরীক্ষাগার, পুনরুদ্ধার কর্মশালা, গ্রন্থাগার, একটি সম্মেলন কেন্দ্র, রেস্তোরাঁ এবং শপিং তোরণও রয়েছে।

১০ নভেম্বর, সোমবার লন্ডনে হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই-এর ষষ্ঠ উপন্যাস ‘ফ্লেশ’কে ২০২৫ সালের বুকার পুরস্কারজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সালাই পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০,০০০ পাউন্ড বা প্রায় আশি লাখ টাকা এবং একটি ট্রফি।
২ ঘণ্টা আগে
এথেনাকে প্রথম দেখেছিলাম বড় অদ্ভুত সময়ে। সারা দিনের রোদ শেষে মিঠেল হাওয়ার অপরাহ্ণে। আমাদের ছোট্ট পুরোনো বাড়ির উত্তর পাশে বিহারি পট্টি। সেখানে সিরাজগঞ্জের একজন ডেভেলপার দশতলা ফ্ল্যাট অ্যান্ড কমার্শিয়াল সেন্টার নির্মাণ করছে। তখন ফোর্থ ফ্লোর পর্যন্ত ফিনিশিং হয়ে বিল্ডিং উঠেছে আরো দুতলা।
৩ ঘণ্টা আগে
আমরা এতদিন হুমায়ূন নিয়ে যত আলোচনা, মতামত-মাতম ইত্যাদি দেখেছি, তাতে হুমায়ূন পাঠের দিকটা আড়ালে চলে গিয়েছে। ফলে সেইসব রেটরিক্যাল/বাচালি কথাবার্তার বাইরে হুমায়ূনকে ‘পাঠ’ করা অতি সহজ কাজ নয় মোটেই। আরো গোড়া থেকে প্রশ্ন করা যায়, কীভাবে হুমায়ূনকে বা তার কোনো টেক্সট/রচনাকে পাঠ করতে হবে?
৪ ঘণ্টা আগে
সাহিত্য আমাদের চিন্তার বাহন; কিন্তু সে বাহনমাত্র নয়। সাহিত্য এক প্রক্রিয়া, গতি, যা চিন্তাকে তার উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। সাহিত্য যে উপাদানগুলোর সমন্বয়ে গঠিত, সেগুলোকে যদি বিশ্লেষণ না করা হয়, তবে সাহিত্য শুধু প্রকাশের মাধ্যম হয়ে থাকবে, আত্ম-অনুসন্ধানের পথ রচনা করবে না।
৪ ঘণ্টা আগে