আমার দেশ

এক ‘তথৈবচ’ সন্ধ্যা

সিয়াম আন নুফাইস
এক ‘তথৈবচ’ সন্ধ্যা

বাংলামোটরের জ্যাম ঠেলে হাতিরপুলের দিকে যেতে হাতের পাশে চোখে পড়ে ইনকিলাব কালচারাল সেন্টারের ছোট একটি সাইনবোর্ড। গত শনিবার সন্ধ্যায় সেখানেই বসেছিল তরুণ কথাসাহিত্যিক হাসান ইনামের নতুন উপন্যাসিকা তথৈবচ নিয়ে আড্ডা। আয়োজন করেছে ‘ইনামের বই’ নামের একটি প্ল্যাটফর্ম। ঢাকার নতুন রাজনৈতিক কেন্দ্র বাংলামোটরে গড়ে ওঠা নতুন এই কালাচারাল সেন্টারে সুলভেই করা যায় সাংস্কৃতিক আয়োজন।

সন্ধ্যা ৬টার পর শুরু হলো আড্ডা। স্বভাবসুলভ ভঙ্গিতে আলাপ শুরু করলেন হাসান ইনাম; বলছিলেন, কেন অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়ে লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি। এ বিষয়ে বইয়ের শুরুতে ‘দায়মুক্তি’ শিরোনামে হাসান ইনাম লিখেছেন—‘উপন্যাসিকাটি লিখছি নিছক দায় থেকে। দেশের প্রতি যে দায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে জুলাইতে রাজপথে নেমেছিলাম, ঠিক তেমনি একজন লেখক হিসেবে জুলাই-পরবর্তী সময়টা লিখে রাখার খানিকটা দায় আমার ওপর বর্তায়। সেখান থেকেই লিখতে বসা।’

বিজ্ঞাপন

আড্ডায় উঠে আসে হাসান ইনামের জুলাই-পূর্ববর্তী লেখালেখির কথা। ‘জলতরঙ্গ’ ও ‘উজিরে আজম’-এর মতো উপন্যাস নিয়ে কথা বলেন উপস্থিত অনেকেই। লেখক-পাঠকের এ আড্ডায় সমসাময়িক তরুণ লেখক মার্যিউর রহমান চৌধুরী, জায়েদ আলম, কবি মুহাম্মাদ বিন এমরান, ফাহিম ফয়সালসহ উপস্থিত ছিলেন আরো অনেকেই।

একসময় বইআড্ডা মোড় নেয় রাজনৈতিক উত্তাপে। কথায় কথায় উঠে আসে জুলাই-পরবর্তী নানা বর্গ ও শ্রেণির অনিয়ম ও ব্যর্থতার প্রসঙ্গ। হাসান ইনাম বলেন, এখন যা যা ঘটছে, তা আমাদের আর্কাইভ করে রাখতে হবে। কারণ একাত্তর-পরবর্তী অনেক কিছুই আমরা জানতে পারিনি। আমাদের কাছে যেসব তথ্য এসেছে, তা সে সময়ের শাসকের নির্বাচিত এবং ফিল্টার করা। চব্বিশ-পরবর্তী সময়ে সেটা হতে দেওয়া ঠিক হবে না।

জুলাইচেতনা কালচারালি স্টাবলিশ করার জন্য জুলাই নিয়ে আরো বেশি বেশি গল্প, কবিতা ও উপন্যাস লেখার আহ্বান জানিয়ে আড্ডা শেষ করেন ইনাম। তবে অনানুষ্ঠিকভাবে আমাদের আলাপ চলে আরো কিছুক্ষণ। ইনকিলাব কালচারাল সেন্টারের মনোরম পরিবেশে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হয় আরো কিছু টুকরো আড্ডা।

তথৈবচ মূলত অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়ে লেখা উপন্যাসিকা। বের হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে। পৃষ্ঠাসংখ্যা একশ বারো। মুদ্রিত মূল্য দুইশ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন