
গুলজার গালিব খান

আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে সাহিত্যবিশারদ সেমিনার। বাংলা একাডেমির আয়োজনে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। ‘আবদুল করিম সাহিত্যবিশারদ ও তার অনুবর্তীরা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম ও অধ্যাপক সুমন সাজ্জাদ।
সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে সাহিত্যবিশারদ সেমিনার। বাংলা একাডেমির আয়োজনে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। ‘আবদুল করিম সাহিত্যবিশারদ ও তার অনুবর্তীরা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম ও অধ্যাপক সুমন সাজ্জাদ।
সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক ড. মাহবুব হাসান আমার প্রাণের বন্ধু। তিনি বেশ ক’বছর নিউ ইয়র্কে ছিলেন, এখানে আমাদের বাসা কাছাকাছিই ছিল। রোজ বিকালে একসঙ্গে হেঁটে আমাদের চিনিরোগ নিয়ন্ত্রণে রাখতাম। জ্যামাইকার একটি রেস্টুরেন্টে বসে এক কাপ চা আর একটি নানরুটি দুজনে ভাগ করে খেতাম, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম।
৪ দিন আগে
মরহুম আল্লামা ইকবালকে প্রচলিত ভাষায় ব্যবহৃত কবি বলা যায় না। তিনি কবিদের মতো শুধু তাদের ধ্যানের ক্ষেত্রে আবিষ্কৃত জগতের বর্ণনা দিয়েই তার কর্তব্য সম্পাদন করেননি। তিনি তার আবিষ্কৃত আদর্শিক জগৎকে প্রতিষ্ঠিত করতেও ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ।
৪ দিন আগে
‘আল্লাহ সুন্দর, সৌন্দর্য ভালোবাসেন’―নবীজির এই বাণী নন্দনতত্ত্ব বা সৌন্দর্যতত্ত্বের সংক্ষিপ্তসার, যার গভীর কিন্তু স্পষ্ট বার্তা হলো, সৌন্দর্য একটি স্বর্গীয় সিফাত। যা সুন্দর তার সবকিছুতেই সৌন্দর্য প্রকাশ পায়। আধুনিক বিশ্বের গভীরতর কদর্যতার প্রেক্ষিতে সৌন্দর্যের এই সহজাত তাৎপর্য মনে রাখা জরুরি বৈকি।
৪ দিন আগে
জাতীয় ক্রান্তিকালে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে প্রতিভার সাহস প্রতিবাদের দুর্বিনীত আলো জ্বেলে দিয়েছে—এ আলোর মশালচিদেরই অন্যতম ছিলেন সাংবাদিকতার বিকাশকালের অসাধারণ প্রতিভাধর সাংবাদিক-সম্পাদক-সাহিত্য বিশ্লেষক-অনুবাদক—সর্বোপরি জাতির সৃজন-মননের অনন্য দিশারি আবুল কালাম শামসুদ্দীন।
৪ দিন আগে