বাংলা একাডেমিতে সাহিত্যবিশারদ সেমিনার

গুলজার গালিব খান
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৬: ২৩

আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে সাহিত্যবিশারদ সেমিনার। বাংলা একাডেমির আয়োজনে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। ‘আবদুল করিম সাহিত্যবিশারদ ও তার অনুবর্তীরা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।

বিজ্ঞাপন

আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম ও অধ্যাপক সুমন সাজ্জাদ।

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত