গাজীপুরের নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করা হয়েছে। নুহাশপল্লীর লিচুতলায় শনিবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়।
এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল।
প্রতিবারের মতো এবারো হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান হুমায়ুন আহমেদের ভক্ত অনুরাগীরা।
অন্যপ্রকাশ এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম জানান, এই লেখক বাঙালি পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন এবং বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবে।
কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন জানান, হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। হুমায়ূন আহমেদের পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পেঙ্গুইন প্রকাশনীর সাথে কথা হয়েছে।

