বই একেবারেই চিন্তানির্ভর মাধ্যম: আবদুল্লাহ আবু সায়ীদ

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৯

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে তাদের সংখ্যা যত কমই হোক পৃথিবী তারাই পরিবর্তন করে। ধনসম্পদ থাকলেই কেউ মেধাবী হয় না।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের মেধা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটি প্রকৃতি থেকে আসে। আর প্রকৃতি থেকে আসে বলেই মেধা অফুরন্ত। পৃথিবীতে এ যাবত ১৮টি সভ্যতা এসেছে। তার মধ্যে গ্রিক সভ্যতা সর্বশ্রেষ্ঠ। দেড়শ বছর ধরে ছয় প্রজন্মে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রিক সভ্যতা তৈরি করেছে।

তিনি বলেন, আমাদের আছে আঠারো কোটি মানুষ। সেই আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমাদের আজ নেতা দরকার, লিডার দরকার। তোমাদের মধ্য থেকে আমরা সেই মানুষটাই চাই। আমাদের চাওয়াটা থাকল, তোমাদের এখন দেয়ার পালা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত