বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় বক্তারা

শওকত ওসমানের লেখায় শোষিত মানুষের মুক্তির কথা প্রাধান্য পেয়েছে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০০: ৪৭

আমাদের সাহিত্যাঙ্গনে শওকত ওসমান এক শক্তিমান ও অনন্য লেখক-সাহিত্যিকের নাম। গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ, কবিতা- প্রতিটি ক্ষেত্রে ছিল তার বিচরণ। তার লেখায় আধুনিকতা ও শোষিত মানুষের মুক্তির কথা প্রাধান্য পেয়েছে।

বুধবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হোসেন মিলনায়তনে শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

বিজ্ঞাপন

শওকত ওসমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন- ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড. দিপু সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভায় ড. সুকোমল বড়ুয়া বলেন, কথাশিল্পী শওকত ওসমানের অসামান্য অবদানের জন্য তিনি আমাদের ছাড়িয়ে গেছেন। তিনি কেবল কথাসাহিত্যিকই নন, একধারে সমাজ এবং রাষ্ট্র নির্মাতাও ছিলেন। তবে এত বড়মাপের একজন মানুষকে সেভাবে মূল্যায়ন করতে পারিনি আমরা।

সৈয়দ আবদাল আহমদ বলেন, কথাসাহিত্যের দিক দিয়ে শওকত ওসমান আমাদের একজন সৃষ্টিশীল কথাশিল্পী। তার কথাসাহিত্যের গভীরতা ছিল তুলনাহীন। একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার লেখা ‘ছোটদের কথা রচনার কথা’ বাংলা একাডেমি প্রকাশ করেছে। আমি মনে করি, প্রতিটি মা-বাবার উচিত বইটি তাদের সন্তানদের হাতে তুলে দেওয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত