দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতির দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০০: ১৭
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৬

দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতি এবং তদের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগেন মণ্ডলের ১২১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, এত সময় এই সম্প্রদায়ের জন্য ৭০টি আসন থাকলেও দেশ ভাগের পর একটিও রাখা হয়নি। তারা শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা ও সামাজিকভাবে পিছিয়ে আছে। এসব সম্প্রদায়ের মানুষগুলো প্রতিটা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। তাদের কথা কেউ বলে না। তাদের অধিকারের কথা নিয়ে করিও মাথা ব্যথা নেই।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যোগেন মন্ডল আমাদের ইতিহাস তথা উপমহাদেশের ইতিহাসের অন্যতম গুণীজন। কিন্তু আওয়ামী লীগ আমাদের ইতিহাসের সাথে এবং আমাদের এই অঞ্চলের ইতিহাসের সাথে যে ভয়ংকর রকমের অন্যায় করে একদলীয় ও এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস রচিত করেছে, এতে করে আমাদের যেসকল গুণী মানুষদের নাম ইতিহাস থেকে মুছে ফেলেছে তা ২৪ পরবর্তী মীমাংসা হবে বলে আশা করা যায়।

এ সময় তিনি বলেন, তারা এমনভাবে ইতিহাসের সাথে অন্যায় করেছে যে তাদের রচিত ইতিহাস বলতে তাদের গালগল্প ছাড়া আর কিছুই পাবেন না। তাদের মনগড়া ইতিহাসে প্রকৃত ঐতিহাসিক ব্যক্তিদের ইতিহাস খোঁজে পাবেন না। এজন্য আওয়ামী লীগ ইতিহাসের পাতায় ভয়ংকর কালপ্রিট হয়ে থাকবে।

এদিকে, হরিজন সম্প্রদায়ের রাজেন্দ্র কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় যোগেন মন্ডল গবেষক অ্যাড. উৎপল বিশ্বাস বলেন, আমরা চাই এসব সম্প্রদায় যেন বৈষম্যের শিকার না হয়। সরকার এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো পড়ে থাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়ে। অথচ সবার চোখের সামনে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মানুষজন বৈষম্যের শিকার হচ্ছে তা নিয়ে কেউ কাজ করছে না।

এসময় তিনি আরও বলেন, আমর সরকারের কাছে তাদের খাদ্য, চাকরি, শিক্ষা, বাসস্থানের নিশ্চয়তা চাই। সরকারের অনেক জায়গা আছে খাস পড়ে আছে। এসব জায়গায় তাদের আবাসনের ব্যবস্থা করে দেয়ারও দাবি জানাই আমরা।

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল–আমিন, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল মাহমুদ শান্ত, মাজহারুল ইসলাম ফকির প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত