প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা শুধু কমিশনের একার দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে দায়বদ্ধ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত ইসলামী-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রয়েছে রাজনৈতিক দলগুলোর।
তিনি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। সব দল নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি।
নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।


যত ঝড়-তুফান আসুক দায়িত্ব পালনে পিছপা হব না: সিইসি