মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এ রায়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই। তেমনিভাবে বিজয় দিবসের অনুষ্ঠান নিয়েও কোনো ধরনের আশঙ্কা নেই।
তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই। সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বিজয় দিবস উপলক্ষে এবারও প্যারেড উদযাপন হবে না।
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিল না, তদন্তের পর জানাতে পারবেন।
শেখ হাসিনার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিষয়ে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এপস্টেইন তদন্তের নথিপত্র প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের