রোগী অনুযায়ী ১৫ হাজার শয্যা ঘাটতি রয়েছে, স্বাস্থ্যের বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৯: ১১

দেশের হাসপাতালগুলোতে শয্যার দ্বিগুণ রোগী মেঝেতে থাকতে হয়। ভর্তি রোগীর অনুপাতে ১৫ হাজার শয্যার অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টি রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিশেষ সহকারী বলেন, নেতৃত্ব ব্যবস্থাপনায় দুর্বল থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টকে ফাংশনাল (সক্ষম করে তোলা) করব এবং পরিকল্পনা ও বরাদ্দের অভাবে ৮১ টি স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি আছে, সেগুলোও সচল করব। এসব প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বা ইকুউপমেন্ট নেই। আমাদের মেয়াদের মধ্যেই যতগুলো সম্ভব ফাংশনাল করার চেষ্টা করব। রাষ্ট্রের

প্রয়োজনীয়তা যাচাই করে আগামী দিনের পরিকল্পনা করতে চাই। হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট একেবারে নাই, এজন্য একটা ইউনিট করার চেষ্টা করছি। সরকারি হাসপাতালে সেবা নেয়ার পর রোগী চিরকুটে জানতে পারবেন কত টাকার সেবা পেয়েছেন।

তিনি আরো বলেন, ওষুধের কাঁচামাল এখনও ৯০ শতাংশ আমদানি নির্ভর, এই নির্ভরতা পর্যায়ক্রমে কমাতে হবে। দেশীয় ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামালা তৈরি বাড়াতে আমরা নৈতিক সর্মথন ও নীতি সহায়তা দেওয়া হবে। সহজশর্তে ব্যাংক লোন দেওয়ার ব্যবস্থা করা হবে।

সায়েদুর রহমান বলেন, ওষুধের কাঁচামালশিল্পের বিকাশে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব আমরা পেয়েছি। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত