বিআরটিএ'র অভিযান

ডিসেম্বরে ২৮১৬ মামলায় সাড়ে ৫৪ লাখ টাকা জরিমানা, ১১ দালালের কারাদণ্ড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০: ৪২

গেলো বছরের ডিসেম্বরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মোবাইল কোর্টে ২৮১৬টি মামলায় ৫৪ লাখ ৬১ হাজার ২৮০ টাকা জরিমানা, ১১ দালালকে কারাদণ্ড এবং ১৪টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

সোমবার সংস্থাটির উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে রুটভায়োলেশন, কালোধোঁয়া, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে সারা দেশে ২৮১৬টি মামলায় ৫৪ লাখ ৬১ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে দালালবিরোধী অভিযানে ১১ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় ও ১৪টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত