‘চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা নিয়ে নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১: ৫১

দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মূল্যায়নের লক্ষ্যে নিম্নোক্তভাবে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার এই কমিটি প্রকাশ করে। এই প্রতিযোগিতার নির্দেশিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়টি।

কমিটি গঠনের বিষয়ে এক অফিস আদেশে বলা হয়, ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ কার্যকর বাস্তবায়ন ও সঠিক মূল্যায়নের লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে।

মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি কমিটি ৭ সদস্যবিশিষ্ট হবে। প্রয়োজনে এসব কমিটিতে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।

এ অফিস আদেশের বিষয়টি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করবে। বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটির কাছে পাঠাবে। বিভাগীয় পর্যায়ের কমিটি ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে।

বিজয়ীদের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফল মানসম্পন্ন ভিডিও julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত