গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক চেয়ারপার্সন আলতাফুন্নেসা মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১: ০৪
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১: ৪৬

গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক চেয়ারপারসন ও ট্রাস্টি সদস্য অধ্যাপক আলতাফুন্নেসা মায়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সন্তানরা দেশের বাইরে আছেন। মেয়ে বাংলাদেশে পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্তে দাফন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

আলতাফুন্নেসার স্বামী মো. জাকারিয়া মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি। তিনি দীর্ঘদিন অসুস্থ ও শয্যাশায়ী থেকে গত বছর মারা যান।

স্বামী অসুস্থ হওয়ার পর অধ্যাপক আলতাফুন্নেসা গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ও পরে চেয়ারপার্সন হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত