চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৬: ২৪
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯: ৩৩

পতিত শেখ হাসিনা সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক এমপি মেহের আফরোজ চুমকির বনানীর ৩০ লাখ ৫১ হাজার টাকার মূল্যের ৩ হাজার ১১৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ও পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন একই আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, মেহের আফরোজ চুমকীর স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত