'শোলাকিয়াসহ সারাদেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে'

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৫: ৫১

জাতীয় ঈদগাহ এবং দেশের অন্যান্য ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপনে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের পরিচালক, আইন ও গণমাধ্যম শাখার উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে।

ক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

খ। সারাদেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

গ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা অভিমুখী পশু বহণে চাঁদাবাজী রুখতে প্রতিটি হাইওয়েতে র‍্যাবের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে।

গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্রসমূহে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‍্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

দেশের সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‍্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত