আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মঞ্চে প্রধান উপদেষ্টা, উপস্থিত নেই এনসিপির নেতারা

আমার দেশ অনলাইন
মঞ্চে প্রধান উপদেষ্টা, উপস্থিত নেই এনসিপির নেতারা

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

বিজ্ঞাপন
Amardesh_JULYSONOD.

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এনসিপি ছাড়া অন্য রাজনৈতিক নেতারা। মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

Amardesh_JULYSONOD

প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উঠতে দেখা গেছে- আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।

Amardesh_JULYSONOD..

প্রধান উপদেষ্টার প্রেস উই জানায়, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।

তবে, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন