ইসলামি বইমেলার উদ্বোধনীতে ধর্ম উপদেষ্টা

সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বইয়ের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৬

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুস্থ সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ বইয়ের মাধ্যমে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, বইয়ে মানুষের হৃদয়কে আলোকিত করার তথ্য উপাত্ত আছে যা সুস্থ সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

শনিবার বিকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্ত্বরে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ড. উমর ফাহমিদ।

প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহমেদ রফিক, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে লেবাননের দারুল কুতুলি ইলমিয়্যা প্রকাশনীর সত্ত্বাধিকারী জিহাদ বাইদুল, লেবাননের দারে ইবন হজম প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমদ কুসাইবাতী, মিশর ও লেবাননের মুয়াসসাহ রিসালাহ আলামিয়্যাহ প্রকাশনীর সত্ত্বাধিকারী হিশাম আ. রহীম, ,মিশরের ইবদা ও দারে ইবনে জাওযি প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমদ হিশামসহবিশিষ্ট ওলামায়ে-কেরাম, লেখক, প্রকাশক, বিক্রেতা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বইমেলা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে প্রায় চারটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, ফুড কর্নার, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা।

উল্লেখ্য, মাসব্যাপী বইমেলা উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেয়া হবে ৪০% থেকে ৭০% পর্যন্ত ছাড়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত