আগামী সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং: ইসি সচিব

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৩
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৭

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় নির্বাচন কমিশন। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। সব দল সুন্দর একটা নির্বাচন চাইছেন। আমরা সবাইর জন্য সমান সুযোগ তৈরির জন্য কাজ করছি। এছাড়া কোনো রাজনৈতিক দল ফাউল খেলার জন্য মাঠে নামবেন না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত