পুলিশের লাঠিপেটায় শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি পণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ২৯
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৩৯

ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি।

রোববার দুপুরের এই ঘটনায় আন্দোলনকারীরা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের আল্টিমেটাম দেয় পুলিশ।

ডিএমপি’র রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের বলেন,“আপনারা শহীদ মিনারে চলে যান, পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না”।

কিন্তু এর পরেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে লাঠিপেশা শুরু করে পুলিশ। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত