শেখ হাসিনাকে প্রধান করে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনাসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশনে এ অভিযোগ দায়ের করা হয়।
এর আগে গত তিনটি জাতীয় নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব থাকা প্রধান নির্বাচন কমিশনারদেরও নাম উল্লেখ করা হবে।
নির্বাচনগুলো ঘিরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনিয়মের ঘটনায় সাবেক নির্বাচন কমিশনারদের ভূমিকা তদন্তের নির্দেশ দেয়ার পর বিএনপি এই সিদ্ধান্তের কথা জানালো।

