
স্টাফ রিপোর্টার

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়নোসহ ৩ দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ এর আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট । এছাড়া আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষকরা হাইকোর্টের মাজার গেটে অবস্থান করবেন বলেও জানান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এবিষয়ে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেবো। সেখান থেকে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
তিনি আরো বলেন, অর্থ ও শিক্ষা যদি উনারা উভয়ে মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো উনারা দেখবেন। আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং যদি বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে আমরা আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব।
জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’শুরু হয়। পরবর্তীতে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বাড়ানোর পাশাপাশি সার্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত] সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়নোসহ ৩ দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ এর আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট । এছাড়া আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষকরা হাইকোর্টের মাজার গেটে অবস্থান করবেন বলেও জানান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এবিষয়ে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেবো। সেখান থেকে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
তিনি আরো বলেন, অর্থ ও শিক্ষা যদি উনারা উভয়ে মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো উনারা দেখবেন। আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং যদি বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে আমরা আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব।
জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’শুরু হয়। পরবর্তীতে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বাড়ানোর পাশাপাশি সার্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত] সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

পরীক্ষার আগে শিক্ষা কার্যক্রম ব্যাহত করে শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে তাই সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এ মুহূর্তে এমন আন্দোলন করে সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের সুযোগ হিসেবে দেখছেন অনেকে।
১ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক। রোববার নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগে
আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণের দীর্ঘদিনের প্রথা বাতিল করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে প্লট বা ফ্ল্যাটের উত্তরাধিকার, ক্রয়-বিক্রয়, দান বা ঋণ গ্রহণের অনুমতির জন্য লিজগ্রহীতাদের আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
৪ ঘণ্টা আগে
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করতেছিলেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে বলে জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে