সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরের বিচার শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৪: ০১
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৬: ৪৫

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ অভিযোগ গঠনের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ সময় দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষের আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে কোন শুনানি হয়নি।

আদালতে এসকে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত