জামায়াত নেতার বক্তব্যের প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৩: ২০
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩: ৪২
সৈয়দা রেজওয়ানা হাসান ও এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের রাজধানীর নদীগুলো পরিষ্কারের বিষয়ে একটি প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।সেই প্রস্তাবের বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের নজরে আসার পর ওই জামায়াত নেতার প্রশংসা করেন।

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন—এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। তার (জামায়াত নেতা) প্রতি সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন।

বিজ্ঞাপন

এর আগে জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছিলেন—ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুবার নদীতে গোসল করতে হবে।

তার মতে-মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুবার নদীতে গোসল করেন, তাহলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।

শনিবার রাজধানীর একটি আলোচনা সভায় এসব কথা বলেন। তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই ক্যাপশনে প্রশংসা সূচক বাক্য লিখে টাইমলাইনে শেয়ার দেন।

জামায়াত নেতার এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন—একটি পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে। সেখানে একটা কথা লেখা আছে- ‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। এটা একজন জামায়াত নেতা বলেছেন’।

রেজওয়ানা হাসান বলেন—‘এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তবা। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তে মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য। কিন্তু শেষ সমাধানটা কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।’

জানা গেছে, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২০০০ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি সংগঠনটির ১৬তম সভাপতি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত