উগ্রআচরণ ও প্রকাশ্যে ধূমপানকারী ২ তরুণীকে ‘বাধাদানকারী গ্রেপ্তার’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০: ১৭
আপডেট : ১০ মার্চ ২০২৫, ২০: ২০

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে প্রথম রোজার আগের দিন চায়ের দোকানে ধূমপানকারী দু’তরুণীর উগ্র আচরণের জের ধরে স্থানীয় ব্যক্তিদের সাথে বাকবিতণ্ডা হয়। এ প্রেক্ষিতে রিংকু নামে একজন প্রবীণকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রিংকুকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল (রোববার) রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

বিজ্ঞাপন
রিংকু

এরপর তিনি গায়ক ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। সোমবার সকালে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান। ওই তরুণীরা মামলা করবেন বলে সোমবার রাতে আমার দেশকে জানান ওসি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত