বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১৮: ১৮

দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিয়াম অডিটোরিয়ামে পরিবার ও শুভাকাঙ্খিদের আয়োজনে এ অনুষ্টান সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. শাহিনুল আলম।

বিজ্ঞাপন

এসময় স্মৃতিচারণ করে তারা বলেন, বিচারপতি আবদুর রউফ ছিলেন আমাদের অনুপ্রেরণা। যেকোনো বিষয়ে তিনি তার সততার মাধ্যমে যে কিাউকে মুগ্ধ করতেন। এটি ছিলো তার মহৎগুন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।

এসময় আরও উপস্থি ছিলেন, এডিশনাল এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরীজের ম্যানেজিং ডিরেক্টর হাকীম ড. মোহাম্মাদ ইউসুফ হারুন ভুঁইয়া, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চীফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত