আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

সোমবার সকালে রাজধানীর পিলখানায়বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামনে জাতীয় নির্বাচন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন নেই। যথা সম্ভব ৪৫ দিন আছে। এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশিক্ষণসহ যত ধরনের প্রস্তুতি নিতে হয় তা গ্রহণ করতে হবে বিজিবিকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন