স্টাফ রিপোর্টার
ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে কলেজগুলোর শিক্ষা মান, শিক্ষাদান পদ্ধতি ও পরিচালনা সংক্রান্ত সমস্যার সমাধান এবং আধুনিকায়নের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১০ আগস্ট ২০২৫ দুপুর ১ টা থেকে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা বিআইটির (বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এতে অংশগ্রহণ করে ১৫ জন শিক্ষার্থী।
এরপর আমরণ অনশন তিনদিন হতে চললেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এসময় সকল শিক্ষার্থীকেই এক বা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে হয়েছে। ফলে, আন্দোলনরত শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে রাখে।
অপরদিকে জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে সংহতি জানান।
চাপের মুখে পড়ে শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে গত ১৩ আগস্ট ২০২৫ বৈঠক করে সরকারের প্রতিনিধি ও কলেজগুলোর প্রধান শিক্ষক। বৈঠকটিতে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই ও কলেজগুলোর মানোন্নয়নে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত মেনে নিয়ে ৭৬ ঘণ্টা পর আমরণ অনশনরত শিক্ষার্থীরা অনশন ভাঙেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন অন্য শিক্ষার্থীরা।
সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) গঠন করা হয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি। গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান (ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি), অধ্যাপক ড. এ কে এম মাসুদ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে -ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের চিকিৎসা, ক্রীড়া ও বিনোদন সুবিধা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি, এবং বিআইটি আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবির যৌক্তিকতা যাচাই।
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে কলেজগুলোর শিক্ষা মান, শিক্ষাদান পদ্ধতি ও পরিচালনা সংক্রান্ত সমস্যার সমাধান এবং আধুনিকায়নের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১০ আগস্ট ২০২৫ দুপুর ১ টা থেকে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা বিআইটির (বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এতে অংশগ্রহণ করে ১৫ জন শিক্ষার্থী।
এরপর আমরণ অনশন তিনদিন হতে চললেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এসময় সকল শিক্ষার্থীকেই এক বা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে হয়েছে। ফলে, আন্দোলনরত শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে রাখে।
অপরদিকে জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে সংহতি জানান।
চাপের মুখে পড়ে শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে গত ১৩ আগস্ট ২০২৫ বৈঠক করে সরকারের প্রতিনিধি ও কলেজগুলোর প্রধান শিক্ষক। বৈঠকটিতে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই ও কলেজগুলোর মানোন্নয়নে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত মেনে নিয়ে ৭৬ ঘণ্টা পর আমরণ অনশনরত শিক্ষার্থীরা অনশন ভাঙেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন অন্য শিক্ষার্থীরা।
সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) গঠন করা হয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি। গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান (ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি), অধ্যাপক ড. এ কে এম মাসুদ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে -ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের চিকিৎসা, ক্রীড়া ও বিনোদন সুবিধা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি, এবং বিআইটি আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবির যৌক্তিকতা যাচাই।
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।
সরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
১৯ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগেমাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা।
১ ঘণ্টা আগে